পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o তাহাকে কহিলেন, তুমি কেন ক্রোধ করিলা, যদি সঁৎকৰ্ম্ম কর তবে কি গ্রাহ্য হইব না, আর যদি অসং, কৰ্ম্ম কর, তবে পাপ দ্বারে থাকে; কিন্তু কৈন ঈশ্বরের কথা তুচ্ছ করিয়া কিঞ্চিৎ দিবস পরে আপঞ্চ ভুতাকে আক্রমণ করিয়া বধ করিল। অনন্তর পরমেশ্বর তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার ভুতি কোথায় ? তাহাতে সে গৰ্ব্ব কৱিয় উত্তর করিল আমি জানি না, আমি কি আপনার ভুতার রক্ষক? কিন্তু পরমেশ্বর সৰ্ব্বজ্ঞ সকলকেই দেখিতে পান। কৈনকে ইহা জানাইবার নিমিত্তে কহিলেন, তোমার ড্রাতার রক্ত ভূমি হইতে আমার প্রতি উচ্চৈঃস্বর করিতেছে। সুতরা^ তাহাতে কৃষিকৰ্ম্ম করিলে পর, বহু শস্য উৎপন্ন হইবে না। এব^ জগতের শেষ পর্য্যন্ত সকল হত্যাকারিদের উপযুক্ত শাজা দেখাইবার নিমিত্তে এক চিহ্নস্বরূপ হইয়া, যাবজ্জীবন পৃথিবীতে পর্য্যটনকারী ও ভূমণকারী হইব।। কৈন এই দণ্ডাজ্ঞা শুনিবামাত্রে প্রভূর সাক্ষাৎ হইতে প্রস্থান করিয়া নদ নামক দেশে বাস করিল। পরে পরমেশ্বরের আশীবাদে হাবিলের পরিবৰ্ত্তে শেথ নামক আদমের অন্য এক পুত্র জন্মিল, তৎকালে মনুষ্যের ব^শবৃদ্ধি হইতে লাগিল। অসদাচারযুক্ত আদমহইতে মনুষ্য সকল জন্মিবাতে, তাহাদের নানা অত্যাচার ও অন্তঃকরণের কল্পনা সৰ্ব্বদ দুষ্ট, ইহা পরমেশ্বর জানিয়া, তাহাদিগকে ও যে সকল জীবজন্তু তাহাদের হিতার্থে সৃষ্ট হইয়াছিল,তাহাদিগকেও বিনাশ করিতে মনস্থ করিলেন। তন্মধ্যে নোহ নামক এক, ব্যক্তি পরমেশ্বরের অনুগ্রহের পাত্র ছিল,তজ্জন্যে পরমে