পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ই ইসুয়েলের তাবৎ মণ্ডলীকে আশীৰ্ব্বাদ করিল, যে পরমেশ্বর আপন প্রতিজ্ঞানুসারে আপনিই ইসায়েল লোকদিগকে বিশ্রাম দিলেন তিনিই ধন্য, তিনি আপন দাস মূসার প্রমুথাৎ যে প্রতিজ্ঞ করিয়াছিলেন, সেই উত্তম প্রতিজ্ঞার এক কথাও নিম্নল হইল না, আমাদের প্রভূ পরমেশ্বর যেমন পূৰ্ব্বপুরুষদের সহকারী ছিলেন, তদ্রুপ আমাদেরও সহকারী হউন, ও আমাদিগকে ত্যাগ করিয়া পৃথক না হউন। এব^ আপনি আমাদিগকে সৎপথে চলিতে ও আমাদের পূৰ্ব্বপুরুষদিগকে যে আজ্ঞা ও বিধি এবং ব্যবস্থা দিয়াছেন, তাহ পালন করিতে আমাদের মনে প্রবৃত্তি দিউনী । এবণ যখন যেমন প্রয়োজন হয়, তদনুসারে আপনি আপনার দাস ও ইসায়েললোকদিগের প্রতি সদ্বিচার করুন, তাহাতে পরমেশ্বরব্যতিরেকে অন্য কেহ ঈশ্বর নাই, ইহা পৃথিবীস্থ তাবৎ লোক জ্ঞাত হইবেক। তদনন্তর রাজ লোক সকলের প্রতি কহিল, আমাদের প্রভু পরমেশ্বরের আজ্ঞা প্রতিপালন করিতে র্তাহার প্রতি তোমাদের মনঃ সৰ্ব্বদা স্থির থাকুক। রাজত্বের প্রথমাবস্থায় সূলেমানের আশ্চৰ্য্য মহিমারূপ সূৰ্য্য প্রবল হইলেও, অবশেষে তাহার অসদাচরণের জন্যে ঐ সূৰ্য্য এককালে অপমান মেঘে আচ্ছন্ন হইল। তাহার সৌভাগ্য হওয়াতে সে আত্মশ্লাঘী ও কামুক হইয়। সৰ্ব্বদ স্ত্রীলোকেত্বে আসক্ত হইল, সুলেমান নিকটবৰ্ত্তি দেশস্থ দেবপূজকদের গুটিকত কন্য। বিবাহ করিলে, পরমেশ্বরের আজ্ঞা লঙুন হইল, পরে ঐ সকল স্ত্ৰীগণের কুপরামর্শে বঞ্চিত হইয়। সত্যধৰ্ম্মের উপাসন।