পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Xb 3 সিন্দুক রাঁথিয়াছিল, তাহ এক্ষণে সুলেমান অতিশয় সমাদরপূৰ্ব্বক আনিয়া ঐ মহামন্দিরের পবিত্ৰাৎ পবিত্র ভাগে রাথিলে পর, এব^ সেই স্থান মেঘে ব্যাপ্ত হইলে, পরমেশ্বরের তেজেতে ঐ মহামন্দির পরিপূর্ণ হইল, তথন সুলেমান সেই স্থানে ইসুয়েল বণশের প্রতি আশীৰ্ব্বাদ করিয়া ভূমিতে হাটু গাড়িয়া স্বগের প্রতি কৃতাগুলিপূৰ্ব্বক পরমেশ্বরের উদেশে এইৰূপ প্রার্থনা করিতে লাগিল, হে পরমেশ্বর এই উপস্থিত লোকদিগকে আশীৰ্ব্বাদ করুন,এবণ ইহাদের মধ্যে যদি কোন ব্যক্তি এই মন্দিরে আপনার পাপ স্বীকার পুরঃসর তোমার উদ্দেশে প্রার্থনা করে, তবে তাহার প্রার্থনা গ্রাহ্য করিতে আজ্ঞা হউক, এবং এই সকল লোকের মধ্যে কোন দুর্ঘটনা, কি শতুকৃর্তৃক আক্রমণ, অথবা মরক, কিম্ব দুভিক্ষ উপস্থিত হইলে, যাহাতে উহার রক্ষা পায় এমৎ উপায় বিধানে অনুগ্রহ করুন। । সুলেমান এইরূপ প্রার্থনা সমাপন করিলে পর, আকাশহইতে অগ্নি নামিয়া হোম ও বলি সকল দগ্ধ করিল, তাহাতে পরমেশ্বরের তেজোদ্বারা মন্দির পরিপূর্ণ হটল, এবণ ইস্রায়েলের তাবৎ বণশ তাহ দেখিয় ভূমিতে অধোমুথে প্ৰণাম করিয়া পরমেশ্বরের প্রশ^সাপূর্বক কহিল, পরমেশ্বর মঙ্গলদাতা, ও তাহার জনুগ্রহ চিরস্থায়ী, পরে সুলেমান, ও তাবৎ লোক পরমেরের নিকটে বলিদান করিল। তাহাতে রাজা ९९००० গো ও একলক্ষ বিশহাজার মেষ বলিদান করিল, এব" সুলেমান দণ্ডায়মান হইয়া উচ্চৈঃস্বরে এই কথা কহিমা