পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

34-9 সুলেমান ৪০ বৎসর পর্যন্ত রাজত্ব করিয়া ৫১ বৎসর বয়স হইলে, প্রাণত্যাগ করিল। গ্রীষ্টের জন্মের পূৰ্ব্বে৯৫৭। مجهویتهای مختجمع به সপ্তম ৷ রিহবিয়াম ও অবিয় ও আসা নামক যিহুদার রাজগণের বৃত্তান্ত। যারবিয়াম ও নাদব ও বাস ও এল ও শিমি এবং অমরিয় এই সকল ইয়া য়েলের রাজবগের বৃত্তান্ত। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ৯৭৫ অবধি ৯১৪ পর্য্যন্ত । সুলেমানের মৃত্যুর পরে তাহাৰু পুত্র রিহৰিয়াম রাজসি^হাসন প্রাপ্ত হইল, তাহাতে ইসুয়েল ব৯শ্বের লোক একত্র হইয়া আবেদন পূৰ্ব্বক প্রর্থনা করিল,মহাশয়ের শিতা বে কঠিন নিয়ম প্রজাবর্গের উপরে স্থাপিত করিয়াছেন, আপনি তাহ সহজ করিয়া তাহাহইতে আমাদিগকে মুক্ত করুন। যুবরাজ প্রজাবর্গের এই নিবেদন শুনিয়া কৰ্ত্তব্যাকৰ্ত্তব্যের বিষয়ে বিৰেচনা করিবার জন্যে তিন দিবস অপেক্ষা করিল, ইহাতে তাহার বিজ্ঞ মন্ত্রিগণ তাহাকে কহিল, প্রজাবর্গের মনঃ দয়। পূৰ্ব্বক যে কোন কৌশলে আকর্ষণ করা যায়, তাহার উপায় অন্বেষণ করা রাজার কৰ্ত্তব্য,কিন্তু রিহৰিয়াম নিজ রাজত্বের ঐশ্বৰ্য্যভোগে মন্ত হইয় তাহাদিগের কথা হেয়ঞ্জান করিল। তৎপরে নিজ সঙ্গি যুব মন্ত্রিগণের পরামর্শানুসারে অহঙ্কারপূৰ্ব্বক প্রজা সকলকে এই উত্তর, দিল, যে কঠিন নিয়মানুসারে কৰ্ম্ম করিতে তোমরা