পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ة بما لا অনুতাপ 'করিয়া আমার নিকটে নিবেদন করিতেছ, আমি ততোধিক গুরুতর ভার তোমাদিগের স্কন্ধে সমপর্ণ করিব। তজ্জন্যে ইসুয়েলের দশবণশ পরমেশ্বরের আজ্ঞালঞ্জন পূৰ্ব্বক নিজ রাজার প্রতি অনিষ্টাচরণ করত, যারবিয়ামকে রাজ্যে অভিষিক্ত করিল, কিন্তু দ্বাদশ ব০শের মধ্যে দুই বংশ অর্থাৎ যিহুদা এবং বিনয়ামীনৰণশ দায়ুদের নিজ কুলোস্তব রাজার বশীভূত হইয়া রহিল। পরে যারবিয়াম আপনি মৰ্মে ২ বিচার করিল, যদি এই লোকের ফিরুশালম নগরস্থ পরমেশ্বরের মন্দিরে বারস্বার বলিদান করিতে গিয়া থাকে,তবে আপন প্রভু যিহুদার রাজা রিহবিয়ামের প্রতি অবশ্য তাহাদের মনঃফিরাইবে, তাহাতে এই রাজ্য পুনৰ্ব্বার দায়ুদৰ^শের অধীন হইবেক। অতএব যদি তুমি আমার আজ্ঞানুসারে চল, তবে ইসায়েলের দশবণশের উপরে রাজত্ব করিবা, এই প্রকার পরমেশ্বরের প্রতিজ্ঞ রাজা না মানিয়া কুমন্ত্রণ দ্বারা আপনার কুৎসিত অভিলাষ পরিপূর্ণ করিয়া বৈথেল ও দানেতে স্বর্ণময় দুই গোবৎস নিৰ্ম্মাণ করাইয়। কহিল। হে ইস্লায়েল বণশ, ফিরুশালম নগরে যাইতে তোমাদের ক্লেশ হয়, একারণ মিসরদেশহইতে তোমাদিগকে আনয়নকারি দেবগণকে এই স্থানে দেখ, পরে সে প্রথমতঃ আপনি ঐ দেবতার পূজা করাতে সে সকল লোককে কুপথে চলিতে প্রবৃত্তি দিল। তদনন্তর যারবিয়াম ধূপ জ্বালাইতে বেদির নিকটে দাড়াইলে, ঈশ্বরের অনুগৃহীত একব্যক্তি যিহুদাহইতে বৈথলে উপস্থিত হইল। এবণ বেদির প্রতিকূলে পরমেশ্বরের আজ্ঞাদ্ধারণ R 3