পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ రి শে বলি উৎসর্গ করিতে ফিরুশালমে গেল। এবণ ক্রমাগত তিন বৎসর প্রজার দায়ুদের নিয়মানুসারে চলিয়। যারৰিয়ামের রাজ্য অতিশয় দৃঢ় করিল, কিন্তু তাহার রাজ্য দৃঢ়ীকৃত হইলে, সে আপন সঙ্গি যিহুদালোকদিগের সঙ্গে পরমেশ্বরের আজ্ঞালঞ্জন করিতে লাগিল। তদনন্তর রিহবিয়ামের রাজত্বের পঞ্চম বৎসরে লোক সকল পরমেশ্বরের আজ্ঞাবিরুদ্ধাচারী হইল, মিসরদেশের শৗশক রাজা অনেক সৈন্যসামন্ত সমগ্রহপূর্বক যিছু দার দৃঢ় দুর্গ আক্রমণ করিয়া ফিরুশালম নগরের সম্মুখে শিবির স^স্থাপন করিল। সেই সময়ে শিময়িয় নামক ভবিষ্যদ্বক্তা রিস্তুবিয়ামের নিকটে, এব^ যিহুদা বণশের অধ্যক্ষগণের নিকটে আসিয়া কহিল, পরমেশ্বর এই কথা কহেন, তোমরা আমাকে পরিত্যাগ করিলা, একারণ আমিও তোমাদিগকে শৗশাকের হস্তে সমপূর্ণ করিলাম, তাহাতে ইস্রায়েলের অধ্যক্ষগণ ও রাজা নমুভাবে কহিল, পরমেশ্বর ন্যায়কারী, ইহাতে তখন পরমেশ্বর তাহাদিগকে নমু দেথিয় শিমযিয়ের নিকটে কহিলে, তাহারণ নমু হইল, একারণ আমি তাহাদিগকে নষ্ট করিব না, কিন্তু তাহাদিগকে অল্পকালের মধ্যে উদ্ধার করিব, শীশাকের হস্তদ্বার বিরুশালমের উপরে আমার ক্ৰোধ পূর্ণরূপে বৰ্ত্তিবে না ,কিন্তু আমার ও অন্যদেশীয় রাজার সেবা কিরুপ, ইহা যেন তাহারা বুঝে, এই জন্যে তাহারা তাহার সেবক হইবে। তৎপরে শীশাক পরমেশ্বরের মন্দিরের ধন সমত্তি আর রাজবাটীর ঐশ্বৰ্য্য লুঠ করিয়া লইল। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে৯৭১ বৎসর।