পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》动》 রিহবিয়াম ১৭ বৎসর রাজ্য করিয়া পরলোকগত হইল, ইহাতে তাহাৰু পুত্র অবিয় রাজসি^হাসন প্রাপ্ত হইল। তদনন্তর যারবিয়াম ৪ লক্ষ সৈন্য লইয়। তাহার, সহিত রণভূমিতে সাক্ষাৎ করিলে, অবিয় তাহাকে কহিল, হে যারবিয়াম, তুমি ও সকল ইসুয়েল লোক আমার কথা শুন, ইয়ায়েলের প্রভু পরমেশ্বর তাহদের রাজত্ব পদ চিরকালের জন্যে দায়ুদকে দিয়াছেন, অর্থাৎ অমোঘ নিয়মৰ্দ্ধারণ তাহাকে ও তাহার বণশকে দিয়াছেন, ইহা তোমাদের জ্ঞাত হওয়া কি উচিত নহে? ও সে যাহা হউক যারবিয়ম ইহার বিপরীতে উঠিয় আপন প্রভুর আঞ্জ লঞ্জন করিয়াছে, এখন তোমরা দায়ুদের স্বণশের হস্তগত যে পরমেশ্বরের রাজ্য তাহ পরাস্ত করিতে মনস্থ করিয়াছ। তোমরা অনেকে আছ, এবণ যারবিয়াম তোমাদের জন্যে যে ২ বৎসরূপী দেবগণ নিৰ্ম্মাণ করিয়াছে সে সকল তোমাদেরই কাছে আছে, কিন্তু পরমেশ্বরই আমাদের প্রভু আমরা তাহাকে ত্যাগ করিব না, এবণ পরমেশ্বরের সেবক হারোণের ব°\শোদ্ভব যাজক ও লেবৗয়েরা আপন ২ কাৰ্য্যে নিযুক্ত আছে, দেথ ঈশ্বর আমাদের সেনাপতি হইয়া আমাদের সঙ্গে আছেন, অতএব হে ইয়ায়েল বণশ আপনাদের পূৰ্ব্বপুরুষদের উপাসিত প্ৰভু পরমেশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করিওনাত্মহ। করিলে, তোমরা কৃতাৰ্থ হই না। তদনন্তর যারবিয়মের বহুসৈন্য সমগ্ৰহ হইলে সে গৰ্ব্ব পূৰ্ব্বক যিহুদালোকদিগকে সমুখ ও পশ্চাদ্ভাগ দিয়া আক্র, মণ করিল। তখন যিহুদীলোক পরমেশ্বরের নিকটে নিরে