পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} ఫె (t বারের বিরুদ্ধে অনিষ্টাচরণ করতঃ ইয়ায়েল লোক পরম্নরাগত আপনাদিগের রাজকৃত নিয়ম সকল ভয় করিলে, বলাৎকারকারী লোকের ঐ রাজসি^হাসন অধিকার করিতে সাহসী হইল, এরণ স্বর্ণনিৰ্ম্মিত গোবৎসের এব^ নিকটবৰ্ত্তি দেবদেবীর উপাসকের ন্যায় তাহারাও দেবদেবীর পূজা করিতে প্রবৃত্ত হওয়াতে, অবশেষে পরমেশ্বরের স্থানহইতে নিৰ্ভয় আশ্রয় পাইল ন। অধিকন্তু পরমেশ্বরের প্রকৃত উপাসনা ত্যাগ করলে, লোকের যেমন অভিশাপ গ্রন্ত হয়, সেই প্রকার অভিশাপ এখন ইসুয়েল লোকদিগের উপরে ঘটিল। অতএব যে পর্যন্ত তাহদের রাজ্য বিনষ্ট হইয়। পৃথিবীছাড়া ন হইল, তদবধি তাহীদের মধ্যে যে কেবল ক্লেশ ও দুঃখাদি ঘটিবে ইহার আশ্চর্যা কি ? ৯৫৭ শালে আবিয় কর্তৃক স্বারবিয়াম পরাজিত হইয়া আর কখন কোন বিযয়ে সাহসী ছিল না,এবং ঈশ্বরেচ্ছানুসারে তাহার অতিশয় উৎকট পীড়া উপস্থিত হইলে পর, সে আসার রাজত্বের দ্বিতীয় বৎসরে পরলোকগত হইল, ইহাতে তাহার পুত্ৰ নাদব তাহার সি^হাসনের অধিকারী হইল । খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ৯৫৪ বৎসর। ঐ নাদব পরমেশ্বরের সমুখে কুকৰ্ম্ম করিয়া তাহার পিতার কুৎসিত আচরণের অনুগামী হইল, ইহাতে বুশ নামক একব্যক্তি তাহার বিপক্ষে কুযুক্তি করিয়া তাহাকে বধ করিল। সে যারবিয়ামের পরিবারের মধ্যে একজন মাত্রর্কেও রক্ষা না করিয়া সপরিবারে তাহাকে বিনাশ করিল, তাহাতে অহিজা নামক ভবিষ্যদ্বক্তা কর্তৃক § 2