পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》ö创 বিনয়ামিনের তাবৎ দেশহইতে ঘৃণাযোগ্য প্রতিমা সকল দূর করিল, এব^ পরমেশ্বরের বেদি পুনৰ্ব্বার সারাইল । তদনন্তর সে যিহুদার ও বিনয়ামিনের সকল লোকদিগকে এৰণ ইফুাইম ও মিনোসি এব" শিমিয়োনহইতে আগত নিবাসিগণকে একত্র করিল, আরো তাহার প্রভূ পরমেশ্বর তাহার সহবন্তী আছেন, ইহা না দেখিয়া ইসুয়েলহইতে সমূহ লোক এক কালে আসিয়া তাহার পক্ষে পক্ষপাতী হইল । আসার রাজত্বের পঞ্চদশ বৎসরে তাহার লুটিতদ্রব্যহইতে সাত শত বলদ ও সাত সহসু মেষ পরমেশ্বরের উদেশে বলিদান করিল । এব^ আপন ২ অন্তঃকরণের সহিত আপনাদের পূদ্র পুরুষদিগের সম্মত প্ৰভু পরমেশ্বরের অন্বেষণ করিতে শপথ পূৰ্ব্বক নিয়ম করিল। এই শপথে মিহুদার লোক সকল পরমানন্দিত হইল, কেননা তাহার স্বীয় ২ সমস্ত অন্তঃকরণের সহিত শপথ পূৰ্ব্বক সম্পূর্ণ ইচ্ছাতে র্তাহার অন্বেষণ করিতে লাগিল, তিনিও তাহাদের সহায় হক্টলেন । অপর পরমেশ্বর পৃথিবীর চত্বদিকে তাহাদিগকে বিশ্রাম করিতে নিযুক্ত করিলেন। বাহুদাদেশীয় লোক সকল এইৰূপে পরমেশ্বরের আজ্ঞানুবৰ্ত্তী হওয়াতে, এক সুশীল বিশিষ্ট রাজার অধীন হইয়। সৌভাগ্য সান্তুনাদি ভোগ করিতে লাগিল,কিন্তু তৎকালে ইসায়েল রাজ্যবাসী লোক সকল পরমেশ্বরের আজ্ঞা লঙুন পূৰ্ব্বক দেবপূজাতে রত হওয়াতে, ঘোরতর যুদ্ধ ও আক্রমণ প্রভৃতি নানাবিধ ক্লেশ ভোগ করিতে ঈশ্বর কর্তৃক নিযুক্ত হইল। দায়ুদের পরি.