পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So তাহার এক চিহ্নস্বরূপ হইল, বোধ হয়, তদবধি এ স্বরূপ হইয়া আসিতেছে। নোহ আর সপ্ত দিবস বিলম্ব করিয় ঈশ্বরের আজ্ঞানুসারে আপন স্ত্রী ও পুত্রগণ ও পুত্রবধূগণকে সঙ্গে লইয়া জাহাজহইতে নামিল,এব^ স্থ ২ জাতীয় প্রত্যেক পশু ও পক্ষী ও উরোগামী, ও তাবৎ ভূচর ও থেচর জন্তু নির্গত হইল। তদনন্তর নোহ প্রেম ও কৃতজ্ঞতা পূৰ্ব্বক পরমেশ্বরের দয়া স্বীকারকরণার্থে,ৰ্তাহার উদ্দেশে এক যজ্ঞ বেদি নিৰ্ম্মাণ করিয়া তাহার উপরে হোম করিল। পরমেশ্বর তাহার প্রেম ও বিশ্বাস ও সত্য সেবাতে সন্তুষ্ট হইয়া, এবণ তাহার বলিদান গ্রাহ্য করিয়া কহিলেন, মনুষ্যদের দোষে পৃথিবীকে আর অভিশাপ দিব না, যদ্যপি বাল্যকালাবধিই মনুষ্যের মনের কল্পনা দুষ্ট, তথাপি যেমত করিলাম, সেমত আর কখনো তাবৎ প্রাণিকে সংহার করিব না, যে পর্যন্ত পৃথিবী থাকে তাবৎ বপনের ও ছেদনের সময়, গ্রীযুকাল ও শীতকাল, এব^ দিব ও রাত্রি, এই সকলের নিবৃত্তি হইবে না। পরে ঈশ্বর নোহকে ও তাহার পুত্ৰগণকে এই আশীৰ্ব্বাদ করিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুব^শ হইয় পৃথিবীকে পরিপূর্ণ কর; পৃথিবীর তাবৎ পশু ও থেচর পক্ষী ও ভূচর উরোগামী জন্তু, ও সমুদ্রের মৎস্য সকলেই তোমাদের হইতে ভীত ও শঙ্কাযুক্ত হইবে, এই সকলই তোমাদের হস্তে সমপিত হইল প্লত্যেক গমনশীল প্রাণী তোমাদের খাদ্য হইবে,আমি হরিৎ ওষধির ন্যায় এই সকল তোমাদিগকে দিলাম।