পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}} ঈশ্বর আরও কহিলেন আমি তোমাদের সহিত ষে নিয়ম স্থির করি, তাহার এই এক চিহ্ন থাকিবে, আমি মেঘে আপন ধনুঃস্থাপন করি, তাহ পৃথিবীর সহিত আমার নিয়মের চিহ্ন হইবে, যে সময়ে আমি পৃথিবীর উদ্বে মেঘের সঞ্চার করিব, এরু৭ সেই মেয়ে ধনু দৃষ্ট হইবে, তৎকালে তোমাদেরও প্রত্যেক প্রকার প্রাণির সহিত আমার এই যে নিয়ম হইল, তাহ আমার স্মরণ হইলে, তাবৎ প্রানি বিনাশের জন্যে আর জল প্লাবন হইবে না। ২০০ শত বৎসরের মধ্যে নোহের ব^শ বৃদ্ধি হওয়াতে, তাহারা পূৰ্ব্বদিগে ভুমণ করিতে ২ শিনিয়র দেশের এক প্রান্তর পাইয়। সেই স্থানে বসতি করিল। পরে আহার কহিল আইস আমরা আপনাদের নিমিত্তে এক নগর ও গগণস্লশী এক উচ্চ গৃহ নিৰ্ম্মাণ করি; তাহাতে আমাদের সুখ্যাতি হইবে ; এবণ কথন আমরা তাবৎ পৃথিবীতে ছিন্নভিন্ন হইব না। অপর তাহাদের এই মন্ত্রণ সুকঠিন হইলেও, তাহ সিদ্ধ করিতে মনস্থ করিয়া তাহারা গৃহ গাথিতে আরম্ভ করিল। কিন্তু যে ব্যক্তি আপনার সৃষ্টি কৰ্ত্তার শতু হইয় উঠে, তাহাকে ধিক,সে সময় তাহারা সকলেই এক প্রকার ভাষা কহ্নিত, কিন্তু পরমেশ্বর পরাক্রমদ্বারা তাহাদের ভাষার ভেদ জন্মাইলে, তাহাদের ভাষা ভিন্ন ২ হইল, তাহাতে তাহারণ আর পরল্পর কথা বুঝিতে পারিল না। ইহাতে এমন কলহ হইল; যে কমু" তাহার করিতে আরম্ভ করিল, তাহ। সাঙ্গ করিতে পারিল না, এই নিমিত্তে সেই নগরের নাম, বাবিল অর্থাৎ ভেদ থাকিল। এইরূপ ভাষা বিভিন্ন হওয়াতে