পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S ఏ অষ্টম । ইসায়েল দেশের রাজা আহাবের রাজত্বের বিষঞ্চ ও যিহুদা দেশের রাজা ষিহোসাফটের এব^ এলিয় নামক ভবিষ্যদ্বক্তার বৃত্তান্ত। ' খ্ৰীষ্টের জন্মের পূৰ্ব্বে ৯১৭ বৎসর অবধি ৮৯৭ পর্যন্ত । আহাব রাজ পূৰ্ব্ববৰ্ত্তি লোকাপেক্ষ পরমেশ্বরের সাক্ষাতে অধিক পাপ করিল, এব^ যারৰিয়ামের পাপ পথে পশ্চাৎগমনকে লঘুবোধ করিয়া সিদোনীয়দের রাজার কন্যা ইষেবলকে বিবাহ করিয়া বালদেবের সেবা ও পূজা করিতে লাগিল, এবণ সেই শোমিরোণে বাল দেবের নিমিত্তে একটি মন্দির ও যজ্ঞবেদ নিৰ্ম্মাণ করিয়া নান। স্থানে জৈতুনবৃক্ষ রোপণ করিল। এইরূপে আহাবের পূৰ্ব্বে ইস্রায়েলের যত রাজা ছিল, সকল হইতে সে পুহু পরমেশ্বরকে আরো অধিক ক্রুদ্ধ করিল। পরে গিলিয়দ নিবাসি তিশবীয় এলিয় আহাবকে কহিল, আমি যে ইয়ায়েলের প্রভূ পরমেশ্বরের সাক্ষাতে দণ্ডায়মান আছি, ইনি যদি অমর হন, তবে এই কএক বৎসর পর্য্যন্ত শিশির ও বৃষ্টি পড়িবে না, আমার কথানুসারে ঘটিবে। পরে পরমেশ্বরের এই বাক্য তাহার নিকটে উপস্থিত হইল, তুমি এই স্থানহইতে প্রস্থান করিয়া যদনের পূৱদিক কিরাৎনামক স্নেতের নিকটে লুকাইয় থাক। সেই স্থানে তৎস্রোতের জলপান করিতে পাইবা, এব^ আমি তোমাকে ভোজন করাইতে কাকদিগকে আজ্ঞা দিলাম। তাহাতে সে যাইয় পরমেশ্বরের আজ্ঞানুসারে তাহ। করিল। তাহাতে কাকেরা ফটা ও মা^স আনিয় তাহাকে