পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ ० ० দিত,এব^ সে স্রোতের জল পান করিত কিছুকাল পরে দেশে অনাবৃষ্টি প্রযুক্ত ঐ স্রোতের জল শুষ্ক হইয় গেল, পরে পরমেশ্বরের এই বাক্য তাহার প্রতি উপস্থিত হইল, তুমি উঠিয়া সিদোনের সারিফৎ নগরে যাইয়। সেখানে বাস কর, দেখ আমি সে স্থানে তোমার প্রতিপালনাথে এক বিধবাকে আজ্ঞা দিলাম। অতএব সে উঠিয়া সারিফতে যাত্রা করিল, এৰণ সেই নগরের দ্বারে উপস্থিত হইলে, সেই স্থানে এক বিধবা কাষ্ঠ সন্মগ্রহ করিতেছিল, তাহাতে সে তাহাকে ডাকিয় কহিল, বিনয় করি, তুমি এক পাত্রে করিয়া কিঞ্চিৎ জল আন, আমি পান করিব। তখন সে স্ত্রী তাহ আনিতে ফাইতেছে, ইতি মধ্যে সে আরবার তাহাকে ডাকিয় কহিল, আমি বিনয় করি, তুমি হস্তে করিয়া আমার জন্যে এক খণ্ড ৰুটীও আনিও । সে কহিল তোমার প্রভূ পরমেশ্বরের অমরতার দিব্য করিয়া কহিতেছি, আমার গৃহে একটিও নাই, কেবল এক পিপাতে এক মুষ্টি ময়দা ও এক পাত্রে কিঞ্চিৎ তৈল আছে, তাহ যেন আমি ও আমার পুত্ৰ মরণের পূৰ্ব্বে ভক্ষণ করি, এই জন্যে দেথ তাহ পাক করিতে কাষ্ঠ সঙ্গহ করিতেছি। এলিয় তাহাকে কহিল, ভয় করিও না, ঘাহা কহিলা তাহ যাইয়া কর, কিন্তু প্রথমে একটি ক্ষুদ্র পিষ্টক, করিয়া আমার জন্যে আন, পরে আপনার ও আপন পুত্রের জন্যে পাক কর। ইসুয়েলের পুভু পরমেশ্বর এই কথা কহেন, যে পর্যন্ত পরমেশ্বর পৃথিবীতে বৃষ্টি না দেন, তাবৎ পিপাতে ঐ ময়দার ক্ষয় হইবে না, তাহাতে সে স্ত্রীর অল্প খাদ্য