পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ ०8 এক কথায় উত্তর করিল না, তাহাতে এলিয় লোকদিগকে কহিল, পরমেশ্বরের ভবিষ্যদ্বক্তৃগণের মধ্যে কেবল আমিই অবশিষ্ট থাকিলাম, কিন্তু বালের ভবিষ্যদ্বক্তৃগণ চারিশত পঞ্চাশৎ সAথ্যক আছে, তাহারা দুই বলদ আনুক, এব• আপনাদের জন্যে এক বলদ মনোনীত করুক, ও তাহাকে ছেদন করিয়া কাষ্ঠের উপরে রাখুক, কিন্তু তাহাতে অগ্নি দিবে না, এবং আমি অন্য বলদ প্রস্তুত করিয়া কাষ্ঠের উপরে রাখিব,কিন্তু তাহাতে অগ্নি দিব না। পরে তোমরা আপনাদের দেবতার নামে প্রার্থনা করিও, আমি পরমেশ্বরের নামে প্রার্থন। করিব, তাহাতে ঘিনি অগ্নিদ্বারা উত্তর দিবেন, তিনিষ্ট প্রভু হইবেন, তখন সকল লোক উত্তর করিল, এই কথাই উত্তম | পরে বালের ভবিষ্যদ্বক্তগণ এক বলিদ লইয়া সেই মত প্রস্তুত করিল, এব- হে বাল আমাদিগকে উত্তর দেও, ইহা কহিয়। প্রাতঃকাল অবধি মধ্যাহ্নকাল পর্য্যন্ত বালের নামে প্রার্থনা করিল, কিন্তু কোন আকাশবাণী কি উত্তর দাতা উপস্থিত হইল না। পরে মধ্যাহ্নকালে এলিয় তাহাদিগকে বিদ্রুপ করিয়৷ কহিল, উচ্চৈঃস্বরে ডাক, সে দেবতা বটে, ধ্যান করিতেছে, কিম্ব ধাবমান হইতেছে, অথবা কোন স্থানেইবা যাইতেছে, বা এমনও হইতে পারে, যে সে নিদিত আছে তাহাকে জাগাইতে হয় এই বিদ্রুপ বাক্যে যাজকগণ নিতান্ত উৎকণ্ঠিত হইয়া উচ্চৈঃস্বরে ডাকিল, ও বেদির উপরে লাফ দিতে আপনাদের ব্যবহারানুসারে রক্ত স্রোতঃ বহন পর্যন্ত আপনাদিগকে আপনারী ছুরিক।