পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ ० ४) গণকে বধ করিল, তখন আমি পরমেশ্বরের এক শত ভবিষ্যদ্বক্তাকে পঞ্চাশ ২ করিয়া গহ্বরে গোপনে রাথিয় তাহাদিগকে অন্ন জল ভোজন পান করাইয়াছিলাম, আমার কৃত এই কর্মের কথা কি কেহ জামার প্রভুর নিকটে কহে নাই ? এলির কহিল, আমি আদ্য অবশ্য আহাবের কাছে দর্শন দিব। তৎপরে ওবদিয় এই কথা আহাবকে কহিলে, এলিয় আহাবের সহিত সাক্ষাৎ করিতে প্রস্থান করিল, পরে আহাব এলিয়কে দেখিয়া কহিল, ইসায়েলের দুঃখদায়ক সে তুমি, সেই তুমি কি এই ? এলিয় কহিল, আমি ইসুয়েলকে দুঃখ দি নাই, কিন্তু তুমি ও তোমার পিতৃৰণশ পরমেশ্বরের আজ্ঞালঞ্জন ও বালের অনুগমন করণেতে দুঃখ দিলা । এখন তুমি লোক প্রেরণ করিয়া ইসায়েলের সমস্ত লোককে ও ইমেবলের ভোজনাসনে ভোজন কারি বালের চারিশত পঞ্চাশওজন ভবিষ্যদ্বক্তাকে ও চৈত্যবৃক্ষের ভবিষ্যদ্বক্ত চারিশত লোককে কমিল পৰ্ব্বতে আমার নিকটে একত্র কর । ঐ দুৰ্ব্বল এলিয়ের এইৰূপ কঠিন বাক্যেতে নিতান্ত ভীত হইয় তাহাকে আক্রমণ করিবার পৰিবৰ্ত্তে তাহার কথানুসারে ইসায়েল ৰণশ ও ভাক্ত ভবিষ্যদ্বক্তৃগণকে কর্মিল পৰ্ব্বতে একত্র , আসিতে অনুমতি করিল । থরে এলিয় সমস্ত লোকের নিকটে সাঈয়া কহিল, তোমরা কতকাল দুই মতাবলম্বী হতীয় সন্দিগ্ধ থাকিব, যদি পরমেশ্বর প্রভূ হন তবে হার পশ্চাৎ গমন কর, আর যদি বাল প্রভু হন তবে তাহার পশ্চাৎ গমন কর। তাহাতে লোকুের।