পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০৬ ছাড়িও না,ইহাতে তাহারণ তাহাদিগকে আনিলে, এলিয় মূসার ব্যবস্থানুসারে সকলকে নষ্ট করিল, পরে এলিয় আহাবকে কহিল, বৃষ্টিদ্বারা যেন তুমি বাধা প্রাপ্ত না হও, এই জন্যে অশ্বযোগ করিয়া গমন কর । ইতি মধ্যে মেঘ ও বায়ুদ্বারা আকাশ অন্ধকারময় হইলে, অতিশয় বৃষ্টি হইল। গ্রীষ্ট জন্মের পূৰ্ব্বে ১০৬ বৎসর। পরে আহব এলিয়ের কৃত ঐ কৰ্ম্ম অর্থাৎ খড়ণদ্বার। ভবিষ্যদ্বক্তদের বধকরণের বিবরণ প্রভৃতি ঈষেবলকে জ্ঞাত করিল। তাহাতে ঈষেবল এলিয়ের নিকটে এক জন দূত পাঠাষ্ট্ৰয়। এই কথ’কহিল, যদি তাহাদের মধ্যে একের প্রাণের ম্যায় তোমার প্রাণকে না করি, তবে দেবগণ আমার প্রতি তদ্রুপ ও ততোধিক করুন। ঐ ভবিষ্যদ্বক্তা যদ্যপি পরমেশ্বরের নিতান্ত প্রিয় পাত্র ছিল, তথাপি সামান্য লোকের ন্যায় স্বভাবতে শঙ্কাকুল হইয় আপনার চিন্তানুসারে কৰ্ম্ম করিতে উদ্যত হইল, এবণ যদ্যপি পরমেশ্বরের অনুগ্ৰহেতে সে এক অদ্ভূত কাৰ্য্য করিয়াছিল, এব০ তাহার প্রার্থনা মতে পরমেশ্বর জল বর্ষণ করিলেন, তথাপি ঐ দেবপূজিক রাণীর তিরস্কার বাক্য কথনের সংবাদ পাইয়। ভয়প্রযুক্ত প্রান্তরে পলাইল । এবণ তথায় উপস্থিত হইয়া ,পথশ্রান্তি ও মনে দুঃখে নিতান্ত ক্লান্ত ও দুঃখী হইয়া রোতম বৃক্ষমূলে বসিয় আপনার মৃতু্য পরমেশ্বরের নিকটে প্রার্থন করিতে লাগিল। এই প্রচুর, হে পরমেশ্বর, এখন আমার প্রাণ লও, কেনন। আমি আপন পূৰ্ব্বপুরুষদের 'ত উত্তম নহি, পরে সে রোতম বৃক্ষের তলে শয়ন