পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ ०१ করিয়া নিদিত হইলে, এক দূত আসিয় তাহাকে স্নশ করিয়া কহিল, উঠিয় ভোজন কর। তাহাতে সে দৃষ্টি করিলে, আপন শিয়রে অঙ্গারের উপরে এক পিষ্টক ও. এক পাত্র জল আছে ইহা দেখিল, তাহাতে উঠিয় ভোজন ও পান করিলে, সেই খাদ্যের শক্তিতে চল্লিশ দিব। রাক্রিতে ঈশ্বরের পর্বত হোরেব পর্য্যন্ত গমন করিল। পরে পরমেশ্বরের অগ্ৰগামি প্রবল প্রচণ্ড বায়ুদ্বারা পৰ্ব্বত বিদীর্ণ হইল, ও পাষাণ খণ্ডং হইয়া ভগ্ন হইল, বায়ুতে পরমেশ্বর ছিলেন না, বায়ুর পরে ভূমি কল্প হইল, পরমেশ্বর ভূমিকম্লেতেও ছিলেন না। এব^ ভূমিকম্নের পরে অগ্নি হইল, পরমেশ্বর ‘অগ্নিতেও ছিলেন না, ও আমির পরে ঈযৎ শব্দকারি ক্ষুদ্র একস্বর হইল। তুৰ্থন এলিয় তাহ শ্রবণ করিয়া বস্ত্রেত্বে আপন মুখ আচ্ছাদন করিয়া বাহিরে গিয়া গহ্বরের মুখে দণ্ডায়মান হইল, তাহাতে তাহার প্রতি এই বাণী উপস্থিত হইল, হে এলিয়, তুমি এখানে কি করিতেছ? সে কহিল আমি সৈন্যাধ্যক্ষ পরমেশ্বরের জন্যে অতিশয় উদ্যোগী হইলাম, কেনন। ইসুয়েল বণশ তোমার নিয়ম ত্যাগ করিল, ও তোমার যজ্ঞবেদি ভাঙ্গিয়া খড়দ্বারা তোমার ভবিষ্যদ্বক্তৃগণকে বধ করিল। তাহাদের মধ্যে কেবল ...আমি অবশিষ্ট থাকিলাম, এব^ তাহারা আমারওঁ প্রাণ লইতে চেষ্টা করিল। পরমেশ্বর কহিলেন যাও, তুমি দৃষ্মেষকের প্রান্তরের পথ দিয়া ফিরিয়া তথায় উপস্থিত হইয়। হসায়েলকে আঁরাম দেশের রাজা হইবার জন্যে অভিযিক্ত কর, এবং যেহকে ইয়ায়েলের রাজত্বে অভিষিক্ত Tr 2