পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.سروهه কর, এবণ আবেল মিহোল নিবাসি সাফটের পুত্র ইলিযায়কে আপনার ভবিষ্যদ্বক্তৃত্ব পদে অভিষিক্ত কর, যে জন হসায়েলের খড়হইতে রক্ষা পায়,যেহ তাহাকে বধ করিবে, ও যে জন যেহুর খড়হইতে রক্ষা পায়, এলিসায় তাহাকে বধ করিবে । পরে এলিয় তথাহইতে প্রত্যাগমন করিম্ভ হালবহন করাঁইতেছিল যে ইলিষায় তাহার দেখা পাইল, তখন এলিয় তাহার নিকটে যাইয়া আপন উত্তরীয় বস্ত্ৰ তাহার গাত্রে ফেলিয়া দিল, তাহাতে সে বলদগণকে ত্যাগ করিয়া এলিয়ের পশ্চাৎগমন করিয়া কহিল, আমি বিনয় করি, আমাকে আপন পিতা মাতাকে চুম্বন করিয়া আসিতে দেও, পরে আমি তোমার পশ্চাদামী হইব। তাহাতে সে তাহাকে কহিল, আমি তোমার কি করিলাম, তুমি যাইয়। ফিরিয়া আইস, পরে সে তাহীর নিকট হইতে ফিরিয়া গেল, এবণ এক যোড়া বলদ লইয়া মারিয়া তাহদের ফোয়দুল কাষ্ঠদার তাহদের মাস পাক করণপূৰ্ব্বক লোকদিগকে দিলে, তাহার ভোজন করিল। পরে সে উঠিয়া এলিয়ের পশ্চাদামী হইয় তাহার সেবা করিল । * - পরে আরামের রাজা বিনহদদ আপন তাবৎ সৈন্য একত্র কঞ্চিয় ৩২ রাজা ও অশ্ব ও রথ সঙ্গে লইয়া'যা-. ইয়া, শোমিরোণনগর অনুরোধ করিয়া তাহার সহিত’ যুদ্ধ করিল। . পরে ইস্রায়েলের আহাব রাজার নিকটে এক ভৰিষ্যদ্ভুক্ত আসিয়া কহিল, পরমেশ্বর এই কথা কহৈন তুমি