পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১৬ ) হার রথ ধৌত করিল, এব^ পরমেশ্বরের আজ্ঞাৰাক্যানুসারে কুকুরগণ তাহার রক্ত চাটিয়া পান করিল, খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ৮৯৭ বৎসর। حمجواوو }بهههم۔ নবম । ইস্রায়েল দেশের রাজ অহসিয় ও যিহোরামের, ও এলিয়ের স্বর্গগমনের, ও এলিশায়ের অভূত কার্য্যের, এব^ যিহুদা দেশের-রাজা যিহসাফটের ধৰ্ম্ম ও সদ্বিচার করণের বিবরণ। . , খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ৮৯৭ অবধি ৮৮৯ বৎসর পর্যন্ত । অহসিয় পিতার সিংহাসনে অভিষিক্ত হইলে, তাহার দুভাগ্যেতে ভীত হইয়া স্বপিতা মাতার কদাচারানুসারে দেব দেবীর পূজা করিতে লাগিল, এবণ আপন গৃহের উপরিস্থ কুরির বাতায়নহইত্ত্বে পড়িলে, মে দূতগণকে এই কথা কহিল, স্ত্ৰেমর স্বাক্টয়া আমি এই পীড়াহইতে মুক্ত হইব কি না; ইক্রোণের বালসিবুব দেবতাকে জিজ্ঞাসা কর। কিন্তু পরমেশ্বরের দূত এলিয়কে কহিল,তুমি উঠিয়া শোমরোণের রাজার দূতগণের সহিত সাক্ষাৎ করিতে যাইয় তাহাদিগকে এই কথা কহ, ইস্রায়েল দেশে কি ঈশ্বর নাই, এই জন্যে তোমরা ইক্রোণের দেবত বালসিৰূবের কাছে জিজ্ঞাসা করিতে যাইতেছ? পরমেশ্বর এই কথা কহেন, যে শয্যাগত হইয়াছ,তাহাহইতে তুমি উচিতে পারিব না অবশ্য মরব। পৰুে তাহার মরণানন্তর তাহার কনিষ্ঠ ভুতাহিরাম