পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శిX(e রাজা যিহসাফটকে কহিল, সে আমার বিষয়ে মঙ্গলের কথা কহিবে না, কেবল অমঙ্গলের কথাই কহিৰে, এই কথা কি আমি অগ্ৰে তোমাকে কহি নাই? তখন রাজা তাহার লোককে কহিল মাথায়কে কারাগারে বদ্ধ করা: এব^ যে পৰ্য্যন্ত আমি কুশলে ফিরিয়া না আসি, তাবৎ ইহাকে দুঃখ ৰূপ অন্নজল ভোজন পান করিতে দেও, তখন মাথায় কহিল, যদি কুশলে ফিরিয়া আইস, তবে পরমেশ্বর যে আমার প্রমুথাৎ বলেন সে মিথ্য। তদনন্তর সেই দুই রাজা আরামীয়দের সঙ্গে যুদ্ধ করিতে প্রস্থান করিল, এবণ আহাব মীথায়ের ভবিষ্যদ্বাক্যে নিতান্ত সশঙ্ক হইয়। রাজবুেশ পরিত্যাগ পূৰ্ব্বক সামান্য লোকের পরিচ্ছদ পরিধান করিয়া আপনাকে গোপন করিবার নিমিত্তে ছদ্মবেশী হইল। ইহাতে যিহসাফট রণভূমিতে প্রথমুতঃ শঙ্কটে পড়িল, কেননা আরামীয় লোক ইসুয়েলের রাজাকে অন্বেষণ করিতেছিল, ইতি মধ্যে সিহঁশাফটের রাজবেশ দেখ্রিয় প্রায় তাহারা তাহাকে মারিয়া .ফেলিল, পরে উনি আহার নহেন ইই। জানিতে পারিয়া তাহারা স্থানান্তরে গেল। তদনন্তর এক জন সন্ধান ব্যতিরেকে ধনুর গুণ টানিয়া ইসায়েলের রাজার সাজোয়ার সন্ধি স্থানে বাণাঘাত করিল, ইহাতে তাহার শরীরের ক্ষতহইতে রক্ত সকল বুথের মধ্যে অনবরত পড়িলে,মে সায়ণকালে প্রাণত্যাগ করিল। পরে প্রত্যেক জন আপন ২ নগর ও দেশ্নে প্রস্থান করুক এই আঁজা সৰ্ব্বত্র সৈন্যমূহের মধ্যে ঘোষণা করিল, পরে রাজা মরিলে, লোকের শোমৗরোণের পুষ্করিণীতে তা