পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२९.2 এখন তোমার নিমিত্তে কি কৰ্ত্তব্য তোমার জন্যে রাজার নিকটে কিছু প্রার্থনা করিতে হইবে ? সে উত্তর করিল, । আমি সন্তোষ পূৰ্ব্বক আপন লোকদের মধ্যে বিশ্রাম করিতেছি, একারণ আমার কোন প্রার্থনা নাই। পশ্চাৎ' ইলৗশ গিহসি নামা দাসকে কহিল,ইহার নিমিত্তে কি করা উচিত, তাহাতে গিহসি কহিল, তাহার পুত্ৰ মাত্র নাই, এবণ স্বামীও বৃদ্ধ হইয়াছে। তাহাতে ইলশ তাহাকে ডাকিয় কহিল, তুমি পুত্রকে ক্রোড়ে করিবা, এমৎ অসম্ভব বর যে সে পাইবে, তাহা কদাচ সাহস পূৰ্ব্বক প্রত্যয় করে নাই, কিন্তু ভবিষ্যদ্বক্তার বাক্য অনুসারে তাহাও সময় অনুক্রমে ঘটিল, এব° সে স্ত্রী,গৰ্ত্তধারণ করিয়া পুত্র প্রসর করিল, কিন্তু হায় ২ ঐহিক যাৰদীয় সুখ অচিরস্থায়ি, কারণ যাহা হইতে সুখ হয়, তাছা হইতে ও পুনৰ্ব্বার অসহ্য দুঃখ জন্মে। পরে"তাহার পুত্ৰ পীড়িত হইয়। মাতৃ ক্রোড়ে বসিয়া মরিল, তখন সে তাহাকে লইয়া যাইয়া ঈশ্বরের ভবিষ্যদ্বক্তার নিমিত্তে সমস্কাপিত এটাতে শয়ন করাইল, অপর সে যাইয়া ইলীশার বাস স্থানে কর্মিল পৰ্ব্বতে উপস্থিত হইলে, ইলীশ দূর হইতে, তাহাকে দেখিয়া আপন দাস গিছমিকে কহিল, ঐ দেখ শূনেমীয়, এখন তুমি তাহার সহিত সাক্ষাৎ করিত্বে শীঘু যাও, এব^ তোমার ও তো মীর স্বামির এব^ তোমার বালকের মঙ্গল আছে ইহা জিজ্ঞাসা কর। সেই স্ত্রী নমুর্তাবে তাহার জিজ্ঞাসামতে । ঈশ্বরের' বলে বিশ্বাস করিয়া উত্তর করিল, হা সমস্ত মঙ্গল আছে, এৰ^ তাহার নিকটে আসিয়া তাহার সমুদয় দুঃ U 3