পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

氮*银 থের কারণ কহিল। তৎক্ষণাৎ সে তৎসঙ্গে তাহার গৃহে গিয়া যে কুঠরিতে মৃত বালক ছিল, তাহাতে প্রবিষ্ট হইয়। দ্বার রোধ পূল্বক পরমেশ্বরের নিকটে প্রার্থনা করিতে লাগিল। এবণ যাইয়া বালকের উপরে আপনি লম্বমান হইল। তাহাতে বালকের গাত্রে তাপ পাইতে লাগিল, তাহাতে বালক চক্ষুঃ উন্মীলন করিল, তথন ইলীশ তাহার মাতাকে ডাকিয় কহিল, তুমি আপন পুত্রকে লও। তখন সে ভিতরে ঘাইয়া ভূমিষ্ঠ হইয় তাহার পদতলে পড়িয়া প্রণাম করিল। এব°N আপন পুত্রকে তুলিয়া লইয়। বাহিরে গেল। এতদ্ভিন্ন ইলীশা নানা প্রকার সুgজনক আশ্চৰ্য্য ক্রিয়া করিয়াছিল। ইলীশা দেবপূজকগণের মধ্যে ভবিষ্যদ্বক্তৃদের পাঠশালার নিদ্ৰাহক ছিল, এব^ তাহার ছাত্রগণ অনেক ৰার আহারাভাবে অতিশয় দুঃখ পাইত। ra ইতিমধ্যে কোন দিন যখন বিষযুক্তশাক পাক করিয়া আহার করিয়াছিল, তাহাতে তাহাদের অধিক ক্লেশ হওয়াতে, ঐ ভবিষ্যদ্বক্তা তাহাহইতে তাহাদিগকে রক্ষা করিল। অন্য এক সময়ে তিনি এক শত ব্যক্তিকে অত্যন্ন রুটি ও কিঞ্চিৎ শস্যের মঞ্জরী আহার করাইয়া তৃপ্ত করিল ; আর এক সময়ে তাহার ছাত্ৰগণের মধ্যে এক জন এক লৌহময় কুঠার দৈবাৎ জলের মধ্যে হারাইল,ইহাতে 'সে কেবল আজ্ঞা দ্বারা জল হইতে তাই ভাসাইল | আরামীয় দেশের রাজার নামান নামক অতি প্রিয় য়েনাপতির উৎকট ব্যাধি হইলে, দৈবক্রমে এক জন ষিহুদা দেশের কুমারী দাসী তাহার গৃহে ছিল,