পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ २ e লে আপন কত্রীকে কহিল, আহ আমার প্রভূ যদি শোমরোণস্থ ভবিষ্যদ্বক্তার সঙ্গী হইত, তবে সে তাহাদ্বারা কুষ্ঠব্যাধিহইতে মুক্ত হইত। এ বিষয়ে নামান অনুসন্ধান করিতে মনস্থ করিয়া আপনার রাজা, যিহোরামের নি° কটে এই প্রকার পত্র লিথিল, আমার দাসকে সুস্থ কর, সেই পত্র লইয়। সে শোমীরোণেতে যিহোরামের নিকটে গমন করিল। পরে যিহোরাম এই পত্র পাঠ করিয়া অত্যন্ত ভীত হইয়া কহিল, আমি কি ঈশ্বর যে মারিতে ও র্যাচাইতে পারি, ইহাতে এ ব্যক্তি কুণ্ঠব্যাধি গ্রস্ত এক জনকে ব্যাধিহইতে মুক্ত হইবার জন্যে আমার নিকটে পাঠায় । w * পরে ইলাশ এ বিষয়ের স^বাদ পাইয়। ইসায়েলের রাজার নিকটে এইকথা কহিয়া পাঠাইল, সে আমার কাছে আসুক, তাহাতে ইসায়েলের মধ্যে এক ভবিষ্যদ্বক্তা আছে ইহা জ্ঞাত হইবেক। পরে নামান অশ্ব ও রথ সঙ্গে করিয়া তাহার নিকটে গেল । তাহাতে ইলৗশ এক দূত পাঠাইয় তাহাকে কহিল, তুমি যাইয়া ঘদন নদীতে সাতবার স্নান কর, তাহাতে তোমার গাত্রে পুনৰ্ব্বার নাতন মা^স হইবে, ইহাতে তুমি গুচি হইব । কিন্তু নামান ক্রুদ্ধ হইয়া চলিয়া গেল, এবণ কহিল, আমি ড্রাবিলাম, সে বাহির হইয়া আমার নিকটে জাসিয়া অবশ্য দাড়াইবে, ও আপন প্রভু পরমেশ্বরের নামে প্রার্থনা করিয়া কুষ্ঠ স্থানে হস্ত বুলাইয়। কুষ্ঠ ভাল করিবে। দন্মেষকের অৰান ও পপর নদী কি ইয়ায়েলের সকল নদী হইতে ভাল নয়, আমি কি তা