পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३ २ 4 তাহাকে কহিল, হে গিহলি তুমি কোথাহইতে আইল ? সে কহিল, তোমার দাস কোন স্থানে যায় নাই, এই লোভী ও প্রতারক দাসের মিথ্যা প্রবঞ্চনার নিমিত্ত্বে তাহাকে যন্ত্রণ ও শান্তিপাইতে হইল। কারণ ইলীশা' তাহাকে কছিল, তুমি লোভে প্রবঞ্চনা করিল, এই হেতুক নামানের কুণ্ঠরোগ তোমাতে ও তোমার ব^শেতে যাবজ্জীবন থাকুক, তাহাতে গেহসি বরফের ন্যায় শ্বেত কুষ্ঠগ্রস্ত হইয় তাহার নিকট হইতে-প্রস্থান করিল। পরে ইস্রায়েল ও অমরীয় রাজ্যে ক্রমাগত যুদ্ধ হইল, ইহাতে অমরৗয়েরা আপনাদিগকে বলাপেক্ষ ছলেতে সাহসপূৰ্ব্বক নির্ভর করিয়া, বারম্বার গোপনে ইস্লায়েল দেশকে আক্রমণ করিতে উদ্যত হইল, কিন্তু ইলাশ তদ্বিষয়ে তাহা ইসুয়েলদিগকে পূৰ্ব্বে সচেতন করিযাছিল,অমরীয় রাজা আপনাদিগের ছলস্বভাব এই প্রকারে প্রকাশ ইইয়াছে,ইহা জ্ঞাত হইয়া নিতান্ত কাতরতাপূৰ্ব্বক ব্যগ্র হইয়। ইলীশাকে দোৰ্থন নামক নগরে ধরিতে সৈন্যগণকে প্রেরণ করিল। পরে ভবিষ্যদ্বক্তার দাস বাহিরে যাইয়াৰহ সৈন্য সামন্তের সহিত ঐ নগর বেষ্টন করিয়া আছে, ইহা দেখিয়া অত্যন্তভয়ে ভীত হইয়া কহিল, হায় হায় প্ৰভু আমরা কি করিব ? তাহাতে ইলীশা কহিল ভয় করিও না, তাহদের সঙ্গিলোকহইতে আমাদের সঙ্গিলোকের অধিক আছে। তখন ইলশ প্রার্থনা করিয়া কহিল, হে পরমেশ্বর আমি বিনয় করি, সে যেন দেখিতে পায়, তাহার চক্ষু প্রকাশ করুন,তাহাতে পরমেশ্বর সেই যুৱার চক্ষুঃ প্রকাশ করিলে, সে আলোচনা করিয়া ইলশার