পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३ २ ॐ চতুদিকে পৰ্ব্বতকে অগ্নিময় অশ্ব ও রথেতে পরিপূর্ণ দেখিল । পরে পরমেশ্বর সৈন্যগণকে অন্ধ করিলেন, তাহাতে ইলৗশা কহিল, এই পথ, নহে, আমার পশ্চাৎ আইল যে মনুষ্যের অন্বেষণ কর, তাহার নিকটে আমি তোমাদিগকে লইয়া যাইব । এবং সে তাহাদিগকে শোমীরোণে লইয়া গেল, তাহাতে পরমেশ্বর তাহাদের চক্ষুঃ প্রকাশ করিলে, শোমরোণের মধ্যে আছি, ইহা তাহার। দেখিতে পাইল, অপর ফিহোরাম রাজ ইলীশাকে কহিল, হে আমার পিতঃ আমি কি তাহাদিগকে মারিব ? ইলৗশ কহিল, মারিও না, তুমি কি যন্ধেস্কৃত ব্যক্তিকে মারিবা, তাহাদিগকে মারিও না, বরং ইহাদের কাছে রুট ও জল আন, ইহার ভোজন করিলে, ইহাদিগকে । আপন প্রভুর কাছে যাইতে দেও, তাহাতে রাজ ইলীশার আজ্ঞানুসারে করিল। বিনহদদ ইস্লায়েল রাজার এতাদৃশ অনুগ্রহ ও শীলতা দেখিলেও,তাহার কোপানল শান্ত হইল না, তজ্জন্যে বহু সৈন্য একত্র করণ পূৰ্ব্বক শোমরোণ নগর বেষ্টন করিয়া এমৎ দৃঢ়ৰূপে অবরোধ করিল,যে তন্নগর নিবাসির দুর্ভিক্ষপ্রযুক্ত অন্য আহারের দুব্যাভাবে মনুষ্যের মা^স থাইতে লাগিল। সেই দুষ্ট ও অহঙ্কারী রাজা যিহরাম, নমুত ও শীলতা পূৰ্ব্বক দেবপূজার, ধৰ্ম্ম পরিত্যাগ না করিয়া, ইলশার বিরুদ্ধে অতিশয় ক্রোধ করিল,এব^ তাহার মস্তক ছেদন করিতে ঐ ভবিষ্যদ্বক্তার গৃহে গেল। তখন ইলীশা কহিল, তোমরা পরমেশ্বরের কথা শুন, কল্য এই বেলাতে সমীরোণের দ্বারে অনেক খাদ্য দ্রব্য ক্রয় বিক্রয় হইবে। রা