পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ `e e ws থষ্ট্ৰ কিস্থা বিচারদও কিম্ব মহামারী কিম্ব দুর্ভিক্ষ ইষ্ঠাদি নানাবিধ দুঃখ আমাদের প্রতি ঘটে, আর এই মন্দিরে তোমার মামের অবস্থিতি প্রযুক্ত এই মন্দিরের প্রতি অভিমুখ হইয়া তোমার সাক্ষাতে দাড়াইয়া দুৰ্দশাকালে তোমার নিকটে আমরা যদি প্রর্থনা করি, তবে তুমি তাহ। শুনিয়া কি উপকার করিব ? দেখা মিসর হইতে আগমন কালে, ইসায়েল বণশ তোমাকর্তৃক নিষেধিত হইয়া যাহাদের দেশে প্রবেশপূৰ্ব্বক বিনাশ না করিয়া অন্য পথে স্বাত্রা করিল, সেই অম্মোন বণশ ও মোয়ার বণশ ও সেয়ীর পল্বতীয় লোকের আমাদিগকে প্রতিফল দিতে ছে, এবN. দেই, তুমি যে অধিকার ভোগ করিতে আমাদিগকে দিয়াছিল, তাহাহইতে আমাদিগকে দূর করিতে আক্রমণ করিতেছে। আমাদের ঈশ্বর তুমি কি তাহাদের প্রতীকার করিব না? আমাদের প্রতিকূলে ৰে সমূহলোক আসিতেছে, তাহাদের প্রতি প্রতিকূলাচরণ করিতে আমাদের কিছু ক্ষমতা নাই, এবণ কি কৰ্ত্তব্য তাহা জানি না, কেবল তোমার প্রতি দৃষ্টিপাত কারতেছি। এইরূপে যিৰূদার তাবষ্ণু বালক ও স্ত্রী ও বৃদ্ধ প্রভূতি পরমেশ্বরের সাক্ষাতে দাড়াইল। পরে বিহোসীয়েল নামক এক লেবির প্রতি পরমেশ্বরের আত্মা আবির্ভূত হইলে, সে কহিল, হে যিহুদা,•ও বিন্ধশালম নিৰণসি লোক সকল, ও হে সিকুশাফট রাজন তোমরা আমার কথাতে মনোযোগ করহ, পরমেশ্বর তোমাদিগকে এই কথা কহেন, তোমরা এই মহাজনতাতে ভীত হইও না, কেননা এই যুদ্ধ তোমাদের নহে, কিন্তু পরমেশ্বরের