পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩১ হয়, অতএব তোমৱ কল্য,তাহাদের বিরুদ্ধে প্রান্তরে যাও, ঐ সময়ে তোমাদের যুদ্ধ করিবার প্রয়োজন হইবে না, কেবল সলজ্জ হইয়া দণ্ডায়মান হইব। পরমেশ্বর কেমন উদ্ধার করিবেন, তাহ দেথিবী, কেননা পরমেশ্বর তোমাদের সহবৰ্ত্তী। তাহাতে যিহশাফট ও তাহার সঙ্গিলোক ভূমিতে আপন ২ মন্তক নত করিয়া প্রশাম পূৰ্ব্বক প্রভু পরমেশ্বরের প্রশ৭সা করিতে লাগিল, পর দিবসে তাহার প্রত্যুষে উঠিয়া প্রান্তরে গেল, এক^ যিহশাফট কহিল, হে যিহুদানিবাসিগণ আমার কথা শুন, তোমরা আপন প্রভু পরমেশ্বরেতে বিশ্বাস কর, তাহাতে তোমরা সুস্থির থাকিবা,•ও তাহার ভৰিষ্যদ্বক্তার কথাতে প্রত্যয় কর, ইহাতে তোমরা কৃতকাৰ্য্য হইবা, তাহাতে তাহার। অগ্রগামী হইয়া স্তব করিতে ২ এই কথা কহিল, পরমেশ্বরের ধন্যবাদ কর; কেননা তাহার অনুগ্রহ নিত্যস্থায়ী হয়; পরে তাহারা স্তব ও গান করিতে আরম্ভ করিল। তাদের বিরুদ্ধে যাহার। আসিয়াছিল, পরমেশ্বর তাহাদিগকে আপনাদের মধ্যে পরল্পর বিবাদ করিতে প্রবৃত্তি জন্মাইলে, তাহার পরল্পর যুদ্ধ করিতে প্রবৃত্ত হইয়া বিনষ্ট হইল। তদনন্তর যিহুদার লোক সকল ঐ জনতার প্রতি অবলোকন করিয়া দেখিল, যে তাহাড়ের মধ্যে সকলেই রণভূমিতে মৃত হইয়া পড়িয়া আছে, কেহ মাত্র জীবিত নাই। তথন । যিহশাফট ও তাহার লোকের তাহাদের লুটিত দ্রব্য গ্রহণ করিতে গেলে, তাহার এত ধন পাইল, যে তাহt. লইয়া বাহিরে যাইতে পারিল না, এব^ ঐ সকল লুটিত y 2