পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} 8 হইতে লোট পৃথক হইলে পর, পরমেশ্বর অব্রামকে কহিলেন, তুমি এই স্থানহইতে চক্ষু তুলিয়। উত্তর দক্ষিণ পূৰ্ব্ব পশ্চিমে দেখ, তুমি যত দূর দেথিতে পাইবা, তাবৎ পর্য্যন্ত আমি চিরকালের নিমিত্তে তোমাকে ও তোমার বণশকে দিব, এবং পৃথিবীর ধূলির ন্যায় তোমার বংশ বৃদ্ধি করিব। তখন অব্রাম তাম্বু তুলিয়া মমি নামক দেশের প্রান্তরে গিয়া বাস করিল, এবণ সেখানে পরমেশ্বরের উদেশে এক যজ্ঞ বেদি নিৰ্ম্মাণ করিল, অব্রামহইতে লোট পৃথক হওনের কিছু দিন পরে, চারিজন রাজ্য আপন ২ সৈন্য স^গ্রহ করিয়া সিদম নগরকে আক্রমণ করিল, এবণ লোকদের ধন সমত্তি লুঠ করিয় তাহাদিগকে ও লোটকে পরাজয় করিয়া দাস করিল। তদনম্বর অব্রাম এই বৃত্তান্ত শুনিয়া ৩১৮ ভূতাকে সঙ্গে করিয় সে লুঠকারি রাজাদের পশ্চাৎ গেল, এরণ পরমেশ্বরের প্রতি তাহার দৃঢ় ভক্তি থাকাতে, সে তাহাদিগকে জয় করিয়া তাহাদের হস্ত হইতে সিদমহক্টতে লুষ্ঠিত লোক ও সমন্তি সকল কাড়িয়া লইল । সে সময়ে সৰ্ব্বোপরিস্থ ঈশ্বরের সাজক মলকীষেদক নামে, সালমের রাজা রুট ও দ্রাক্ষারস লইয়া অব্রামকে এই আশীস্বাদ করিল, আকাশের ও পৃথিবীর স্বামী সন্দ্রোপরিস্থ ঈশ্বর অব্রামের মঙ্গল করুণ। তখন সিদমের রাজা অব্রামকে যে সমস্ত ধন রক্ষা করিয়াছিল তাহ। লইতে আজ্ঞা দিল ; কিন্তু অব্রাম” নিলোভী হইয়। উত্তর করিল, আমি অব্রামকে ধনবান করিয়াছি পাছে এমত কথা বল, এই জন্যে আমার সহকারী