পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

) లి স্ত্রীকে হরণ করে, এই ভয়ে তাহার ভার্য্যাকে কহিল, আমি বিনয় করি তুমি আমার ভগিনী এই কথা লোকদের, নিকটে কহিও । তৎপরে মিসর দেশের রাজা ফিরোণ এই কথাতে প্রবঞ্চিত হইয়। সারীকে আপনার স্ত্রী করিতে আপনার নিকটে আনাইলেন। কিন্তু মহারাজা পরমেশ্বর কর্তৃক নিবারিত হইয়া অব্রামকে ডাকিয়া কহিলেন, তুমি আমার প্রতি কেন এমন অন্যায় করিলা ; তাহার পরে রাজা তাহাকে ও তাহার ভার্স্যাকে নিৰিয়ে বিদায় করিল। তদনন্তর অব্রাম কৈনান দেশে ফিরে আইলে পর, সে স্থানে তাহার ও লোটের পশুপাল সকলের নিমিত্তে উপযুক্ত চরিবার স্থান না থাকাতে, উভয়ের পশু পালকদের পরল্পর বিবাদ হইতে লাগিল। তাহাতে অব্রাম তাহার ড্রাতৃপুত্ৰ হইতে পৃথক হওয়া ভাল বুঝিয়া, ও দানশীলতা প্রযুক্ত, লোটকে আপনার নিমিত্তে ভূমি বাচিয়া লইতে আজ্ঞা করিয়া কহিল, আমি তোমাকে বিনয় করি, তুমি আমার জ্ঞাতি, তোমাতে ও অামাতে এবণ তোমার পশুপালকগণে ও আমার পশুপালকগণে বিরোধ না হউক, তোমার সম্মুখে কি সমস্ত দেশ নাই? অতএব তোমাকে ৰিনতি করি তুমি আমাহইতে পৃথক হও হয় তুমি ৰামে যাও, আমি দক্ষিণে যাই, কিম্ব তুমি দক্ষিণে যাও, আমি বামে যাই, তখন লোট দেখিলে যে যদন নদীর প্রান্তর উর্বর ও তাহার নান স্থানে উত্তম জল ছিল, তজ্জন্যে তাহাতে সন্তুষ্ট হইয়া এব^ সিদম নিবাসী লোক অতি দুষ্ট ও দুরাচারী তাহ বিবেচনা না, করিয়া, সে নগরে গিয়া বসতি করিল। .এইৰূপে অব্রাম