পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३ 8० যিহোয়াদ নামক স্বাজক এই নিয়ম স্থাপন করিল, যে রাজা ও প্রজা পুরমেশ্বরের আজ্ঞা পালৰ করিয়া উঠাহশর ভয়ে তাহারণ পরল্পর আপন ২ কৰ্ত্তব্য কৰ্ম্ম করে। ইহাতে লোক সকল পরমহলাদে বালদেবের মন্দির ভাদিলে, সমুদয় দেশ স্বাস্থ্য পাইল। পরে ঐ বিশ্বম্ভব্যক্তি যিহেনয়াদার মরণকাল পর্য্যন্ত যোয়াশ রাজা পরমেশ্বরের সাক্ষাতে সদাচার করিল। এবণ তাহার অধাৰ্ম্মিক পূবাপুরুষদিগকে অবহেলা পূৰ্ব্বক অনবধানতাতে পরমেশ্বরের যে মন্দির ক্রমশঃ বিনষ্ট হইবার যোগ্য হইয়াছিল, তাহা সে এক্ষণে উত্তমরূপে সারাইয় রালি, যিহোয়াদ রাজা ১৩০ বৎসর বয়ঃক্রম হইলে, পরলোক গীত হইল, ঐ ব্যক্তি ঈশ্বরের ও তন্মন্দিরের এব^ দায়ুদের" ৰণশের প্রতি অত্যন্ত - সদ্ব্যবহার করিয়াছিল, একারণ তাহার মৃত শরীর লইয়া লোকের বিহুদাদেশের রাজগণের মধ্যে কবর দিল। তদনন্তর অধ্যক্ষগণ মোয়ণশ রাজার নিকটে আসিয়া তাহাকে কুমন্ত্রণা দিতে লাগিল । পরে তাহার। আপনাদের পিতৃলোকদের প্রভু পরমেশ্বরের মন্দির পরিত্যাগ করিয়া চৈত্যবৃক্ষ ও দেবপ্রতিমাদি পূজা করিতে লাগিল, এই অপরাধে যিহুদী ও ফিরুশালমের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হইল। তথাপি পরমেশ্বর তাহাদিগকে, আপন পক্ষে পক্ষপাতৗ করিৰার জন্যে তাহাদের নিকটে ভবিষ্যদ্বক্তৃগণকে প্রেরণ করিলেন, কিন্তু তাহারণ ইহাতে মনোযোগ করিল ন। পরে পরমেশ্বরের আত্মা যিহোয়াদ যাজকের পুত্র সিথরিয়ের প্রতি আবির্ভূত হইলে, সে রাজা ও লোক