পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ ॐ> হে ইলুয়েলের রথ ও অশ্বাৰূঢ় রূপিন, তাহাতে ঐ মিয়মান ভবিষ্যদ্ভুক্ত রাজাকে কহিল, তুমি অমরীয় লোকের উপরে জয়ী হইবা | পরে রাজা অমরীয়দিগকে তিনবার পরাভব করিয়া যে সকল নগর তাহারা পূর্ক্সে আক্রমণ করিয়া অধীন করিয়াছিল, সে সকল তাহাদের হস্তহইতে পুনৰ্ব্বার উদ্ধার করিল, এতদ্ভিন্ন সে যিহুদা দেশের রাজা অমথসিয়কেও পরাজয় করিল। তাহার মরণানন্তর তৎপুত্র দ্বিতীয় যারবিয়াম রাজসিংহাসন প্রাপ্ত হইল। এবং সে কুত্মাচরণ করিয়া ইসুয়েল দে । শের প্রথম রাজ। যারাবিয়ামের সম্মত কুপথাবলম্বী झड़ेলেও, পরমেশ্বর আপন প্রাচীন ইস্রায়েল লোকের দুঃখ ও যন্ত্রণ দেথিয় কৃপাবলোকন পূৰ্ব্বক য়ারবিয়ামকে বহুকাল পর্যন্ত কুশলে রাজত্ব করিতে ক্ষমত দিলেন। যখন বিহুদ। দেশের রাজা আহিয় যিহুদ্বারা বিনষ্ট হইয়াছে, এবিষয় তাহার মাতা আথলিয়া স^বাদ পাইল, তখন সেই অভিমাননী স্ত্রী আপন জননী ইম্বেৰলের মত সৰ্ব্বদা কুকৰ্ম্মরত হইয় অহিয়ের শিশু সন্তান যোহাশ ব্যতিরেকে রাজার সমুদয় সন্তান সন্ততি বিনষ্ট করিল, এব^ যিহোয়েদ সে দেশের রাজা ও তাহার স্ত্রী ষোয়াশকে গোপনে রাথিয় রক্ষা করিল। এই প্রকার তাহার পৌত্ত্বের বিনাশেতে রাজসিংহাসন পুপ্তির পথ অতিসুলভ করিয়া ক্রমাগত ছয় বৎসর পর্য্যন্ত রাজত্ব করিল। পরে যিহোয়াদ "যোয়াশকে রাজ্যাভিষিক্ত করিয়া আথালিয়াকে বিনষ্ট করিল। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ৮৭৮ বৎসর ।