পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

食母9T মাত্রেই পরমেশ্বর তাহাকে আঘাত করাতে কুণ্ঠরোগ তাহার কপালে প্রকাশ করিলে, ঐ ব্যক্তি যাবজ্জীবন সেই কুণ্ঠরোগ গ্রস্ত হইয়া রহিল। খ্ৰীষ্ট জন্মের পূত্রে ৭৫৮ বৎসর । । তাহার মরণানন্তর তাহার পুত্র যোথম রাজ ধৰ্ম্ম প্রতিপালন করিল, এব^ পরমেশ্বরের সাক্ষাতে উত্তম ব্যবহার করিয়া বিশেষ ক্ষমতাপন্ন হইল, কেননা সে পরমেশ্বরের আজ্ঞানুসারে লোক যাত্রশনিক্সাহ করিতে মনস্থ করিৱ, কুশলে ষোল বৎসর রাজত্ব করিলে, তাহার মরণ হইল, তাহাতে তাহার পুত্র আহস তৎসিAহাসন প্রাপ্ত হইল। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ৭৪২ বৎসর। عصبح جمعه حraceaeحم একাদশ । যুনস নামক ভবিষ্যদ্বক্তার বৃত্তান্ত। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে প্রায় ৮৪ বৎসর। ঐ সময়ে যুনস নামক ভবিষ্যদ্বক্তার নিকটে পরমেশ্বরের এই কথা উপস্থিত হইল, তুমি উঠিয়া নিনিবা নামক বৃহন্নগরে গিয়া তত্রনিবাসিদিগের বিরুদ্ধে কোন কথা প্রচার কর, কেননা আমার সাক্ষাতে তাহাদিগের দুষ্টতা প্রকাশ হইয়াছে। পরমেশ্বরের এতাদৃশ অবজ্ঞাপালনার্থে তথায় যাত্রা করিলে, নানা ক্লেশ ভোগ করিতে হইবেক; এব^ তন্নগরনিরাসি দুষ্ট দেবপূজকদের নিকটে ভাবি অমঙ্গলের বার্তা প্রচার করিলেই,বিশেষ এক দুর্ঘটন ঘটিবার সম্ভাবন হইবেক, যুনস এই সকল মনে আন্দোলন করিয়া