পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.३8* তথায় যাইতে সমপূর্ণরূপে অসম্মত হইল। এব^ এই সকল উৎপাতহইতে উদ্ধার পাইবার নিমিত্তে, ও পরমেশ্বরের সাক্ষাৎ হইতে পলাইতে বাসনা করিয়া তাষ নগ্নরে যাত্রাকারি এক জাহাজে আরোহণ করিল্প। কিন্তু আমরা পরমেশ্বরের আত্মাহইতে কোথায় যাইব, ও র্তাহার অগোচরে কোথায় পালাইব, যদিও অরুণৰূপ পক্ষ ধরিয়া সমুদ্রের দূরস্থ পরপারে গিয়া ৰাস করি, তথাপি লেখানে ও তাহার হস্তু আমাকে গমন করাইবে, ও তমুছার দক্ষিণ হস্ত আমাকে ধরিবেক, যদি ভারি অন্ধকারে লুকাইয় থাকি,তথাপি রাজিও আমার চতুষ্ণাশ্বে দীপ্তিমতী হইয়। থাকিবেক, এইরূপ দ্বায়ুদের লেখনানুসারে পরমেশ্বরের গোচরহইতে আমরা কখন পলায়ন করিতে সমর্থ নহি । তদনন্তর যুনস ঐ জাহাজে আরোহণ করিবামাত্রেই পরমেশ্বর সমুদ্রে অতিশয় প্রচণ্ড বাড় প্রেরণ করিলে, তথায় এমৎ, মহাঝড় উপস্থিত হইল; যে তাহাতে জাহাজ এক কালে ভগ্নপ্রায় বোধ হইয়াছিল, ইহাতে নাবিকগণ ভীত হইয় প্রত্যেকেই আপনং ইষ্ট দেবের নিকটে প্রার্থনু করিতে লাগিল, এবণ ভারলাঘবের নিমিত্তে প্রায় তাৰৎ বস্তু জাহাজহইতে সমুদ্র মধ্যে নিঃক্ষেপ করিল। কিন্তু যুনস জাহাজের নীচস্থানে গিয়৷ শয়ন করিয়া তৎকালে নিদ্রিত ছিল। তথন জাহাজাধ্যক্ষ লোক কি কর, উঠিয়া আপম ঈশ্বরেরর কাছে প্রার্থন। কর, কি জানি সেই ঈশ্বর আমাদিগকে স্মরণ করিলে আমরা • বিনষ্ট হইব না। পরে এক জন অন্য জনকে W .5