পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ 8१' পরে তাহার যুনসকে ধরিয়া সমুদ্রে নিক্ষেপ করিল। তাহাতে সমুদ্রের তরঙ্গ রহিত হইয় নিথর হইল, তথন সেই লোকের পরমেশ্বরের উদেশে বলিদান করিল, এব^ নানা মানত করিল। তথন যুনস মৎস্যের উদরে থাকিয় আপন প্রভূ পরমেশ্বরের নিকটে প্রার্থনা করিয়া কহিল, হে পরমেশ্বর তুমি আমার কথা শুনিলা ও আমি পরলোকের মধ্যে থাকিয়া বিনতি করিলে, তুমি আমার নিবেদন গ্রাহ করিল। কেননা তুমি আমাকে সমুদ্রের মধ্যে গভীর জলে নিক্ষেপ করিল, তাহাতে স্রোতঃ আমাকে আচ্ছন্ন করিল, এব^ তোমার তরঙ্গ ও প্রবল ঢেউ সকল আমাঁর উপরদিয়া গেল। তথন আমি তোমার দৃষ্টির বহিষ্কৃত এই পবিত্র মন্দিরের প্রতি দৃষ্টি করিলাম, আর সমুদ্র প্রায় আমার প্রাণনাশ. পর্যন্ত আমাকে বেষ্টন করিল, ও গভীর জল আমার চতুদিকে থাকিল, ও সমুদ্রের শৈবাল আমার মন্তকে বেষ্টিত হইল; আমি পৰ্ব্বতের মূল পৰ্য্যন্ত নামিলাম, এৰণ পৃথিবী আপন অগলদ্বারা সৰ্ব্বদ। আমাকে রুদ্ধ করিল, তথাপি হে আমার প্রভো পরমেশ্বর তুমি বিনাশ হইতে আমার প্রাণকে উদ্ধার করিলা । হে পরমেশ্বর আমার প্রাণ - মূচ্ছিত হওন সময়ে আমি তোমার স্মরণ করিলাম, ও আমার সেই প্রার্থনা আেমার পবিত্র মন্দিরে তোমার নিকটে উপস্থিত হইল, কিন্তু আমি ধন্যবাদপূৰ্ব্বক তোমার নিকটে নিবেদন করিব, এবণ ষৈ মানত করিয়াছি, তাহ। পরিশোধ করিব, য়েন পরমেশ্বরদ্বারা পরিত্রাণ হয়, পরমেশ্বর সেই মৎস্যকে আজ্ঞা করিলে, সে গুস্কভুমির