পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२. 8¥- . উপরে যুনস্কে উন্নীরণ করিল। পরে দ্বিতীয় ৰাৱ পরমেশ্বরের এই কথা মূনলের নিকটে উপস্থিত হইল, ভূমি উঠিয় বৃহন্নগর নিনিৰীতে গমন করিয়া যে কথা তোমাকে কহি, তাহা তাহার মধ্যে প্রচার কর । পরে মূনস অতিক্লেশ ভোগেতে সুশিক্ষা পাইলে, ঈশ্বরাজ্ঞা আর অবহেলা না করিয়া তৎক্ষণাৎ তাহার সেই আজ্ঞা পালন করিতে সেই নগরে গেল। নিনিৰী নগর অশূ রিয়া রাজ্যের রাজধানী, ছিল এব^ সে নগর অতি বৃহৎ, ও তিন দিবস গম্য ছিল। দইদরস সিকলস নামক প্রাচীন গ্রন্থকৰ্ত্তার লিথনানুসারে উহার বেষ্টন ৩০ ক্রোশ পরিমিত ছিল। পরে মুনস ঐ নগরে প্রবেশ করিয়া উচ্চৈঃস্বরে এই কথা প্রচার করিতে লাগিল, যে ৪০ দিন গত হইলে, এই নিনিবী নগর এক কালে উচ্ছিন্ন হইবে । এব^ নির্মিীর রাজার নিকটে এই সমাচার আইলে, সে আপন সিংহাসন হইতে উঠিয়া রাজ বস্ত্র ত্যাগ করিয়া চট পরিধান ও ভস্ম লেপন করিল। এবপ\ রাজা আপনার ও অধ্যক্ষগণের নামে নিনিবার সন্ত্ৰত এই আজ্ঞা ঘোষণা পূৰ্ব্বক প্রচার করাইল, মনুষ্য ও গোমেষাদি পশু কেহ কিছু আস্বাদন ও ভোজন ও পান না করুক, এবণ মনুষ্য ও পশু চট পরিধান করিয়া যথাশক্তি ঈশ্বরের কাছে প্রার্থন করুক, ও প্রত্যেক জন আপনং কুপথ ও হস্তস্থিত দৌরাত্ম্য হইতে বিমুখ হউক, ইহাতে কি জানি ঈশ্বর অনুকূল হইয় আপন প্রজ্বলিত ক্ৰোধ হইতে নিবৃত্ত হইবেন, তাহাতে আমরা বিনষ্ট হইব না। এই প্রকারে নিনিৰীনিবাসিগণ পরমেশ্বরেতে