পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३ 8a প্রত্যয় করিয়া উপবাসের কথা প্রচার করিল, এব^ মহৎ ও ক্ষুদ্র তাবৎ লোক চট পরিধান করিল। অতএব লে* কেরা স্বং কুক্রিয়া ত্যাগ করিবাতে পরমেশ্বর তাহাদের এতাদৃশ ব্যবহার দেথিয় তাহাদের প্রতি বাহা করিতে মানস করিয়াছিলেন, তদ্বিষয়ে ক্ষান্ত হইয় তাহ আঁর করিলেন না। ক্ষমাবান ও সহনশীল পরমেশ্বরের এতাদৃশ কৃপাতে মুনস অতিশয় অসন্তুষ্ট হইল। কেননা পরমেশ্বরের প্রতিশ্রুত নিনিবীর সৰ্ব্বনাশ ও তন্নগরবাসিদের পাপ বিষয়ে অনুতাপ পূৰ্ব্বক তাহা পরিত্যাগ করিলে,পরমেশ্বর ক্ষমা করিলেন, ঘূনস ইহা জানিলেও,কেবল ক্রোধপূৰ্ব্বক ইহাই ভাবিতে লাগিল, লোকে অবশ্যই ইহণ কহিৰে যে আমি মিথ্য ভবিষ্যদ্বক্তা। এত সহসুং লোক মনঃপরিবর্তনে রক্ষা পাইলেও, মূনস সন্তুষ্ট না হইয় তাহাদের কুশলহইতে আপনার কীৰ্ত্তি অধিক বোধ করিয়া অভিমান প্রযুক্ত সে পরলোকগামী হইতে নিতান্ত বাসনা করিল। পরে সে নগরের বাহিরে গিয়া এক কুটীর নিৰ্ম্মাণ করিয়া নগরের কি দশা হইবে, তাহা দৈথিতে তাহার ছায়াতেৰসিয়া রহিল। তথন প্ৰভু পরমেশ্বর যুনসকে এ দুঃখ হইতে উদ্ধার করিবার নিমিত্তে তাহার মস্তকের উপরে যে ছায়া হয়, এই জন্যে এক কুষাণ্ডলত পুস্তুত কুরিয়া তাহার উপরে বৃদ্ধি করিলেম, অতএব ইহাতে মূনস সে লতাতে বড় সন্তুষ্ট হইল। কিন্তু পর দিনে অরুণোদয় সময়ে ঈশ্বর এক কীট প্রস্তুত করিয়া ঐ লতা ভক্ষণ করাইলে, তাহা সকলই শুষ্ক হইল । তথন পরমেশ্বর সূর্য্যোদয় সময়ে পূৰ্ব্বদিকস্থ প্রচণ্ডবায়ু প্লরণ