পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫৩ কে নত করিতে মনস্থ করিলে, পিলেষ্টীয়ের ঐ রাজ্যের দক্ষিণ প্রদেশস্থ অনেক ভূমি আক্রমণ করিল। এই দুর্ঘটনার মধ্যে আহস নমুভাবে পরমেশ্বরের সাক্ষাতে উত্তমাচরণ না করিলে বরণ ততোধিক আরো কদাচরণ করিলে, তাহার লোক সকল পূৰ্ব্বাপেক্ষ অতিশয় দুৰ্দশাগ্রস্ত হইল, কেনন। সে আশুরীয় দেশের রাজা টিগনলৎ পিলসের নিকট হইতে সাহায্য প্রার্থনা করিয়া আপন রাজ্য তাহার নিকট করাধীন করিল, এই নূতন সহায় ইহাতে কোন সাহায্য না করিয়া কেবল তাহাকে দরিদ্র করাইল। এবণ আহস আমরীয় লোকের দেবগণের উদেশে বলিদান করিয়া কহিল অমরীয় দেবগণ তাহাদের উপকার করে, অতএব যেন তাহারা আমাদেরও উপকার করে, এই জন্যে আমি তাহাদের উদেশে বলিদান করিব, কিন্তু তাহারা তাহার ও সমস্ত ইসায়েলের বিনাশকারী হইল। আহস এই রূপে ক্রমাগত ৬০ বৎসর পর্যন্ত অতিশয় অস্লৌভাগ্যে রাজত্ব করিয়া অবশেষে প্রাণত্যাগ করিল, তাহাতে তাহার ধৰ্ম্মশীল পুত্র হিন্ধিয় তাহার রাজসিংহাসন প্রাপ্ত হইল। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ৭২৬ বৎসর । খ্ৰীষ্ট জন্মের ৭৭১ বৎসর পূৰ্ব্বে দ্বিতীয় যারবিয়ামের পুত্র ও যিহুয়ের প্রপৌত্র সিথারিয়, ইসায়েলের রাজত্ব করিতে লাগিল। কিন্তু সে পরমেশ্বরের সাক্ষাতে কুআচরণ করিলে, সেই বৎ সরেই.সালম তাহাকে হত করিয়া রাজসিংহাসন অধিকার করিল, এব° সেও, এক মাস রাজত্ব করিয়া মিনহেম কর্তৃক বিনষ্ট হইল। এব^ নিষ্ঠুরতা পূৰ্ব্বক,প্রাপ্ত X