পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રહ8 পরাধিকার এই রাজা দৌরাত্ম্য পূর্বক আশ্বরীয় দেশের রাজা পলের নিকটহইতে সাহায্য পাইবার মানসে আপনার প্রজাবগকে এক কালে নিধন করিয়া অবশেষে লোকান্তর গমন করিল। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ৭৬০ বৎসর। তদনন্তর তাহার পুত্র পিকহ অতিশয় কুৎসিত ব্যবহারের সহিত দুই বৎসর পর্যন্ত রাজত্ব করিলে,তাহার সৈন্যাধ্যক্ষ পেকহ তাহাকে হত্যা করিয়া তাহার সি^হাসন অধিকার করিল। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ৭৫৮ বৎসর। যে ব্যক্তি যিহুদা দেশের রাজার সহিত অতিশয় ক্লেশ জনক যুদ্ধ করিয়াছিল সে এই রাজা। ইহার রাজত্ব কালে, আশুরায় দেশের রাজা টিগলণ-পিনিসের রাজ্যের উত্তরা^শ আক্রমণ করিয়া তদেশ নিবাসিগণকে বন্দী করিয়া আশূরীয়দেশে লইয়া গেল। পেকহ ইয়ায়েল বলশের রাজা হোশেয় কর্তৃক হত হইল। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ৭২৯ বৎসর। সে হোশেয় নামকু ইয়ায়েলের শেষ রাজা পরমেশ্বরের সাক্ষাতে অসদাচরণ করিলে, আশরীয় দেশের রাজা শলমানষর তাহাক্ষে করাধীন করিল | তৎপরে সে মিসর দেশের রাজার নিকটহইতে সহায়তা লইয়া আশূরীয়দের অধীনতাহইতে মুক্ত হইতে চাহিল। কিন্তু শলমানস্বর তাহাকে জয় করিয়া বন্দী করিল, এব^ তিন বৎসর পর্যন্ত শোমিরোণ নগর বেষ্টন পূৰ্ব্বক আক্রমণ করিলে পর, সে তন্নগর নিবাসিদিগকে ও ইয়ায়েল বণশকে বন্দী করিয়া আশূরীয়দেশে লইয়া গেল, পরে সে বাবিলয় ও নিকটবৰ্ত্তি দেশস্থ লোক