পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ १७ অপ্রত্যয়কারি পূৰ্ব্বপুরুষদের ন্যায় আপনাদের গ্রীব দৃঢ় করিল, এব• তাহারা তাহার বিধি এব^ তাহণদের পিতৃ লোকদের প্রতি স্থাপিত নিয়ম সকল, এব^ তাহাদের প্রতি দত্ত র্তাহার সাক্ষ্য অবজ্ঞা করিয়া আসার প্রতিমার অনুগামী হইল। এব^পরমেশ্বর যে চতুর্দিকস্থ অন্যদেশীয়দের অনুযায়ি কৰ্ম্ম করিতে নিষেধ করিয়াছিলেন, তাহারা হত বুদ্ধি হইয় তাহাদেরই অনুগামী হইল। তাহার। আপনাদের প্রভূ পরমেশ্বরের'আজ্ঞা লঞ্জন করিল, ও আপনাদের জন্যে ছাচে ঢালা দুই বৎস নিৰ্ম্মাণ এব^ চৈত্য বৃক্ষ স্থাপন করিল। ও আকাশের জোতিগণের পূজা ও বালদেবের সেবা করিল। এব^ আপনাদের পুত্র ও কন্যাদিগকে অগ্নিতে প্রবেশ করাইল, এবং গুণকতা ও মায়াবিত করিল, এবণ পরমেশ্বরের সাক্ষাতে পাপ করিতে ও তাহাকে ক্রুদ্ধ করিতে আপনাদিগকে বিক্রয় করিল। এই জন্যে পরমেশ্বর ইস্লায়েল ব৯শের প্রতি অতিশয় ক্রুদ্ধ হইলেন, ও তাহাদিগকে আপন সাক্ষাৎ হইতে দূরী কৃত করিলেন, কেবল যিহুদ। ব^শ ব্যতিরেকে প্রায় আর কেহ থাকিল না, এই শোমিরোণ দেশের নূতন নিবাসিগণ যাহাদিগকে শোমিরোণীয় বলা যায় তাহারণ পরমেশ্বরকে না জানিয়া" আরাধমা করিল না। তজ্জন্য তিনি তাহাদের মধ্যে কএক বলবান সিAহ প্রেরণ করিয় তাহাদিগকে এক কালে বিনষ্ট করিল, তাহাতে তাহারা আশূরীয় দেশের রাজার নিকটে পত্র প্রেরণ করিয়া কহিল, সকল জাতীয় লোককে আপনি স্বদেশহইতে আনিয়া শোমিরোণের