পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৫৭

নানা স্থানে বাস করাইল, তাহারা এই দেশের ঈশ্বরের নিয়ম সকল না জানাতে, তিনি তাহাদিগকে সিংহ দ্বারা নষ্ট করিলেন, তখন রাজ শোমিরোণ হইতে আনীত যাজকের মধ্যে এক জনকে ফিরিয়া পাঠাইলে, সে তথায় যাইয়া উহাদিগকে ভয় পূর্ব্বক পরমেশ্বরের আরাধন করিতে উপদেশ দিল, তাহাতে লোকেরা পরমেশ্বরকে ভয় করিয়া তাঁহার সেবাতে রত হইল, কিন্তু তত্রাচ তাহারা আপনাদিগের নিজ জন্ম ভূমির দেব পূজকগণের নিয়মানুসারে দেবাদি পূজা করিতে ত্রুটি করিল না, ইতি।

দ্বিতীয় পুস্তক, সমাপ্ত।