পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》° কঠিন ব্যবহার করিলে, সে তাহার নিকটহইতে প্রান্তরে গলায়ন করিল। সেখানে পরমেশ্বরের দূত তাহাকে দর্শ দিয়া কহিলেন, তুমি আপন কত্রীর নিকটে ফিরিয়া গিয় তাহার বশীভূত হও, কেননা তুমি এক পুত্র প্রসব করিব যিনি বহুৱ৭শের আদি পুরুষ হইবে, হাগর সে বাক্য গ্রাহ করিয়া অব্রামের তামৃতে ফিরিয়া গিয়৷ এক পুত্র প্রসব করিল, এবণ অব্রাম তাহার নাম ইস্মায়েল রাথিল। অব্রামের ১৯ বৎসর বয়সে পরমেশ্বর তাহাকে দর্শন দিয়া তাহার পূৰ্ব্বাঙ্গীকায় পুনঃপ্রতিজ্ঞ করিলেন, এবণ তাহার সঙ্গে প্রত্যক্ষ নিয়ম করণার্থে ত্বকছেদের বিধি স্থাপন করিলেন। তদবধি অব্রামের পরিবৰ্ত্তে অব্ৰাহম অর্থাৎ বহু লোকের পিতা এই নাম রাগিলেন, এব^ তাহার স্ত্রী সারীর পরিবৰ্ত্তে সারা নাম অর্থাৎ রাজ্ঞী রাথিয়া বলিলেন, সে ইসহাক নামক এক পুত্র প্রসব করিয়া রাজাদের ও বহুবণশের পিতামহী হইবে, আর পরমেশ্বর প্রতিজ্ঞ করিয়া বলিলেন, ইস্মায়েল, আমার আশীৰ্ব্বাদেতে যাহাদের হইতে বহুবণশ নির্গত হইবে; এমন দ্বাদশ জনের পিতা হইবে। তথন অব্ৰাহম পরমেশ্বরের প্রতিজ্ঞাতে কোনমতে সন্দিগ্ধচিত্ত না হইয়া, বরণ বিশ্বাস করণ পূৰ্ব্বক প্ৰণিপাত করিয়া পরমেশ্বরের ধন্যবাদ করিতে লাগিল। পরে এক দিন উত্তাপ সময়ে অব্ৰাহম আপন তাম্বু দ্বারে বসিয়াছিল, তাহাতে সে চক্ষু তুলিয়া তিন জন দূতকে মনুষ্যবেশে আসিতে দেখিল, এব^ দেখিবামাত্র সাক্ষাৎ করিতে বেগে গিয়া ভূমিষ্ঠ হইয় প্রণাম পূৰ্ব্বক কহিল, হে প্রভো