পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y ፃ নিবেদন করি, যদি আমার প্রতি অনুগ্রহ করিলেন, তবে এই দাসের স্থানহইতে যাইবেন না,বিনয় করি অন্ন জল, আনিয়া দি, পাদ প্রক্ষালন করিয়া বৃক্ষতলে বিশ্রাম করুন এব^ কিছু খাদ্য আনিয়া দি, পরে গমন করিবেন। তখন তাহার কহিল যাহা বলিতেছ তাহাই কর, আহার করিলে পরে, সে ব্যক্তিরা তথাহইতে উঠিয় সিদমের দিগে প্রস্থান করিলে, অব্ৰাহম পথ দেখাইতে তাহাদের সঙ্গে চলিল, পরে পরমেশ্বর কহিলেন আমি স্বাহ করিতে উদ্যত হই, তাহ কি অব্রাহমহইতে লুকাইৰ ? অব্রাহমহইতে মহান ও বলবান এক জাতি উৎপন্ন হইবে, আমি তাহাকে জানি, সে আপন ভাবি সন্তানগণকে ও পরিবারদিগকে পরমেশ্বরের পথে চলিতে এব^ ন্যায় ও ধৰ্ম্ম করিতে আজ্ঞা দিবে, তাহাতে অব্রাহমের বিষয়ে পরমেশ্বরের উক্ত প্রতিজ্ঞা সিদ্ধ হইবে, পরমেশ্বর আরও কহিলেন, সিদমের ও অমোরার মহাধ্বনি উঠিতেছে, তাহীদের পাপ অতি গুরুতর, এই জন্যে আমি নীচে দেখিতে গিয়া আমার নিকটে আগত ধ্বনি অনুসারে তাহারণ পাপ সম্বোতোভাবে করিয়াছে কি না তাহ জানিব। পরে সেই ব্যক্তিদের মধ্যে দুই জন গমন করিলে, অব্ৰাহম পরমেশ্বরের নিকটে গিয়া কহিল, তুমি কি পাপিদের সহিত ধাৰ্ম্মিকদিগকেও সম্পহার করিব, এই প্রকার কৰ্ম্ম তোমাহইতে দূরে থাকুক, সমস্ত পৃথিবীর বিচার কৰ্ত্ত কি ন্যায় করিবেন না? যদি সে নগরে দশ জন পাওয়া যায় তবে কি আপনি তাহাদিগকে নষ্ট করবেন? ইহাতে তিনি কহিলেজ, দশ জনও পাইলে তাহ নষ্ট С 3