পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ 8 সে আরও ছিল উষ্ট্রদের নিমিত্তে পোয়লি ও কলাই যথেষ্ট আছে,এবণ রাত্রি যাপনার্থে স্থানও আছে। অপর সে কন্যা দৌড়িয়া গিয়া আপনার গৃহে সে কথা জানাইলে, তাহার ভুতি লাইন বাহির হইয়। সে মাত্রিকে গৃহ মধ্যে আনিল। ইলীসর তাহার নিমন্ত্রণ গ্রাহ করিল, এৰণ উষ্ট্রদিগের সাজ খুলিয় তাহাদিগকে পোয়লি ও কলাই দিয়া কহিল, বক্তব্য কথা না বলিয়া এব^মনিবের কৰ্ম্ম না সাঙ্গ করিয়া, আমি ভোজন করিব না। তৎপরে ঘটনানুসারে সে তাহাদিগকে সকল কথা জ্ঞাত করিল, তখন পরমেশ্বর হইতে এই ঘটনা হইল, বিথোএল ও লাবন তাহ দেখিয়া রিবকাকে ইসহাককে দান করিতে স্বীকার করিল। পর দিবসে সে উত্তম ও বিশ্বস্তু দাস ইলােসর প্রত্যুষে উঠিয়া রিবকাকে লইয় তাহার জাতি সকল স্বীকৃত হইলে, আপনার কৰ্ত্তার গৃহে যাত্রা করিল, সেখানে পৌছিলে রিবক। ইসহাকের ভার্ষ্য হইয়া তাহাকে মাতৃশোক নিবারণার্থে সান্থন দিতে লাগিল, অব্ৰাহম তাহার পুত্রের বিবাহের ৩৫ বৎসর পরে ১৭৫ বৎসর বয়স হইয়া, পরলোকে গমন করিল, এবং মাকফিল স্থানস্থ গুহাতে সারার নিকটে তাহার কবর হইল। سعی همه هسته هجههاجتماعی অষ্টম । এমেী ও যাফুবের বিবরুণ। রিবহণ বিবাহের ২০ বৎসর পরে জমজ পুত্র” প্রসব করিল, তাহাদের বিষয়ে ঈশ্বরের এই ভবিষ্যদ্বাক্য ছিল