পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R 0 করিতে লাগিল। মানুষের সুখ কি দুধু সহকারিণী ভাৰ্য্যার আচরণে হয়, তাহ সে উত্তম ৰূপে জ্ঞাত হইয়া” এমত ধৈৰ্য্যশীল ও বিশ্বস্ত কন্যাকে অন্বেষণ করিল, স্বাহার গুণদ্বারা ঈশ্বর তাহার পুত্রকে আশীৰ্ব্বাদ করিবেন, কিন্তু এমন কন্যা কৈনান দেশে পাওয়া ভার, অব্রাহম তাহ নিশ্চয় জানিয়া মিসপটামিয় দেশ নিবাসি অাপনার জ্ঞাতিবর্গ যাহারণ সত্যরূপে ঈশ্বরের সেবা করিত, তাহাদের নিকটে আপনার গৃহের সন্তাধ্যক্ষ ইলৗসরকে প্রেরণ করিল।" তদনন্তর সে অব্রাহমের ভুতি নাহরের বাসস্থানে উক্তরিলে, পরমেশ্বরের নিকটে বিনতি পূৰ্ব্বক এই প্রার্থনা করিল, হে পরমেশ্বর এই নগরের কন্যাগণের মধ্যহইতে কোন কন্য। আসিয়া অনুগ্রহ পূৰ্ব্বক আমাকে জল পান করায়, যে কন্যাকে আপন দাস ইসহাকের জন্যে নিযুক্ত করিয়াছ সে সেই হউক। একথা কহিতে ২ নাহরের পৌত্রী রুিবক। সে কুপে নামিয়া কলস পূরিয়া উচিয়া আসিতেছে। এমন সময়ে ইলীসর তাহাকে কহিল আমি বিনয় করি তোমার কলসহইতে কিঞ্চিৎ জলপান করিতে দেও,সে স্বীকৃত হইয় হঠাৎ জল তুলিয়। তাহাকে ও তাহার উষ্ট্রদিগকে পান করাইন্ধ, তাহাতে সে জ্ঞাত হইল, এই রিবক কন্যাকে ঈশ্বর ইস্হাকের নিমিত্তে নিযুক্ত করিলেন। তজ্জন্যে সে কহিল নিবেদন করি তুমি কাহাঁর কন্য। তাহ আমাকে বল, আর জিজ্ঞাসিল গ্রাত্রিদের নিমিত্তে কি তোমাঁর পিতার বাটীতে স্থান আছে ? তাহাতে সে কন্যা উত্তর করিল , নাহরের ঔরস জাত যে বিগুয়েল তাহার কন্য। আমি,