পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३ ॐ ভাল বাসে, তাহার মাত সেই রূপ সূস্বাদু করিয়৷ রন্ধন করিল, তখন সে এম্বেীর উত্তম বস্ত্ৰ লইয়া যাকুৰকে পরিধান করাইল, এব^ ছাগের চৰ্ম্ম লইয়া তাহার হস্তে ও গলদেশে জড়াইয়। দিল, তৎপরে সুস্বাদু খাদ্য যাকুবের হন্তে দিয়া আপনার পিতার নিকটে এসৌর পরিবৰ্ত্তে আশীৰ্ব্বাদ প্রাপ্তির নিমিত্তে প্রেরণ করিল। তখন যাকুব আপন পিতার নিকটে গিয়া কহিল, হে পিতঃ, তাহাতে সে উত্তর করিল, আমি উপস্থিত আছি, হে বৎস তুমি কে? যাকুব আপন পিতাকে কহিল, আমি তোমার জ্যেষ্ঠ পুত্ৰ এযৌ তুমি আমাকে যাহ আজ্ঞা করিয়াছ, আমি তাই করিলাম ; এখন নিবেদন করি তুমি উীয় বসিয়া মৃগ মাংস ভোজন করিয়া আমাকে আশীৰ্ব্বাদ কর। তাহাতে ইসহাক যাকুৰকে কহিল, হে পুত্র আমার নিকটে আইল তুমি আমার এযৌপুত্ৰ নিশ্চয় কি না তোমাকে স্লশ করিয়া দেখিব, তখন যাকুব ইসহাক পিতার নিকটে গেলে, সে তাহাকে স্লশ করিয়া কহিল, এম্বর যাকুবের বটে কিন্তু এহস্ত এমেীর, অতএব সে তাহীকে আশীৰ্ব্বাদ করিল। যাকুব আপন পিতা ইসহাকের সাক্ষাৎ হইতে বাহির হইবামাত্রে, তাহার ভুত এযে মৃগয়াহইতে আসিয়া সুস্বাদু খাদ্য প্রস্তুত করিয়া, পিতার নিকটে আনিয়া’কহিল, হে পিতঃ, মুগ মাগল ভোজন করিয়া আমাকে আশীৰ্ব্বাদ কর। তথন ইসহাক অতিশয় কল্পিত হইয়া কহিল, তোমার আগমনের পূৰ্ব্বে যে লোক আমার নিকটে মৃগমাস আনিলে, আমি তাহ ভোজন করিয়া তাহাকে আশীৰ্ব্বাদ