পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

영 দিলাম সে কে ? সেই আশীৰ্ব্বাদযুক্ত থাকিবে।" তখন এমৌ পিতার এমন কথা শুনিয়া আতিশয় বিলাপ করিয়ী ব্যাকুল চিত্তে রোদন করিতে লাগিল, এব^ কহিল* হে পিতঃ আমাকেও আশীৰ্ব্বাদ কর, তোমার কি কেবল এক আশীৰ্ব্বাদ : হে পিতঃ বিনতি করি আমাকেও আশীৰ্ব্বাদ কর, এষৌ ইহা কহিয়া রোদন’ করিতে লাগিল। পরে তাহার পিতা ইসহাক - এই কথা কহিল, তুমি খড়গ ব্যবসায় দ্বারা কাল যাপন করিবা, ও আপন ভুতার অধীন হইবা, কিন্তু যখন । তোমার প্রভুত্ব হইবে, তখন আপন গ্রীব হইতে তাহার জোয়ালি ভাঙ্গিৰা। এই রূপে যাকুব আপন পিতাহইতে আশীৰ্ব্বাদ পাইল, এই জন্যে এষৌ ঈর্ষা করিয়া মনে ২ ভাৰিল, পিতার অন্তিমকাল নিকটবৰ্ত্তা, তাহার মৃত্যুর পরে আপন ভুাতাকে বধ করিব, কিন্তু এষৌর এমন কথা রিবকার কর্ণগোচর হইলে, সে ইসহাককে কছিল, যদি এফের তুল্য যাকুল কৈনান দেশের কন্যাদের মধ্যহইতে কোন কন্যাকে বিবাহ করে, তবে আমাদের প্রাণ ব্যাকুল হইবে, অতএব অনুগ্রহ করিয়া তাহাকে মিসপতেমীয়াদেশ নিবাসী আমাদের জ্ঞাতিদেৱ মধ্যহইতে এক কন্যা বিবাহ করিতে প্রেরণ করুন। ইসহাক্‌ ইহাতে স্বীকৃত হইল, এবণ যাকুৰকে আশীৰ্ব্বাদ করিয়া কহিল, সৰ্ব্বশক্তিমান ঈশ্বর আশীৰ্ব্বাদ করিয়া তোমাকে বহুগোষ্ঠী করণার্থে ফলবন্ত ও ৰহুপ্রজ করুন, এব^ অব্রাহমের প্রতি দত্ত-আশীৰ্ব্বাদ তোমাতে ও তোমার, ব৯শেতে সফল করুন, তাহাতে ঈশ্বর অব্রাহমকে } } :