পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ o বাসিত, এই জন্যে সে উত্তর করিল তোমার কন্যা রাহেলের জন্যে আমি সাতবৎসর তোমার দাস্য-কমু করিবণ লাবন এই কথাতে সন্তুষ্ট হইয়া স্বীকৃত হইলে যাকুৰত সাত বৎসর দাস্য কমু করিল। রাহেলের প্রতি তাহার এমত অনুরাগ ছিল যে ৭ বৎসরও তাহার অল্প দিন বোধ হইল, কিন্তু আপন পিতাকে পূৰ্ব্বে যে রূপ প্রবঞ্চনা করিয়াছিল,সে প্রবঞ্চনার ফল এখন সে ভোগ করিতে লাগিল, কেননা লাবন তাহাকে বহুদিন দাস্য কৰ্ম্ম করাইবার মানসে রাহেলের পরিবত্তে আপন জ্যেষ্ঠ কন্যা লে যাকে লইয়া তাহার নিকটে আনিয়া দিল। কিন্তু প্রভাত হইলে যাকুব সে প্রবঞ্চন জ্ঞাত হইয়। লাবনকে তিরস্কার করিতে লাগিল; তথন লাবন কহিল, যদি আরও সাত বৎসর আমার দাস্য কৰ্ম্ম কর, তবে রাহেলকেও তোমাকে দান করিব। পরে যাকুব রাহেলের সঙ্গে প্রেম বিচ্ছেদ ভয়ে তাহার পিতৃনিয়ম স্বীকার করিল, ঐ ৭ বৎসরের মধ্যে লেঘার গৰ্ত্তে যাকুবের ছয় পুত্র জন্মিল, কিন্তু রাহেলের একটি সন্তানও জন্মিল না, অবশেষে পরমেশ্বর রাহেলের প্রার্থনা শুনিয় তাহাকে এক পুত্র প্রদান করিলেন যাহার নাম যুষফরাথিল অনন্তর যাকুব স্বদেশে প্রত্যাগমনার্থে লাবনের নিকটে বিদায় চাহিল; কিন্তু যাকুৰ যত দিন পর্যন্ত পশুপাল রক্ষা করিয়াছে তত্মেদিন পর্যন্ত লাবন ঈশ্বর হইতে অনেক ২ আশীৰ্ব্বাদ প্রাপ্ত ছুইয়াছে, এই ভাবিয়া সে যাকুৰকৈ থাকিতে, বিনতি করিয়া পশুপালের এক অঙ্গ দিতে স্বীকার করিল। পরে যাকুব পরমেশ্বরের আশীৰ্ব্বাদেতে এমন I) 3