পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e (د উন্নতি পাইল, যে-লাবন তাহ দেথিয় তাহার প্রতি দ্বেষ করিতে লাগিল। তাহাতে যাকুব লাবনের মুখ ভঙ্গ ও “কুবব্যহার দেখিয়া লাবন আমার প্রতি ক্রুদ্ধ ও ঈষ্যা হইয়াছে, ইহা বুঝিয় তাহার সহিত বাস করাতে অনিষ্ট বোধ করিল। পরে এক দিবস লাবন গৃহ হইতে বাহিরে গেলে, সে গোপনে আপন পরিবার ও পশুপাল সঙ্গে করিয়া পলায়ন করিল। ইতোমধ্যে লাবন পশ্চাৎ ২ গিয় তাহাকে ধরিল, কিন্তু পরমেশ্বর কতৃক নিষেধিত হইয়া যাকুবের কোন ছানি করিতে পারিল না; তাহাতে লাবন আপন কন্যাদের নিকটহইতে বিদায় লইয়। স্বস্থানে ফিরিয়া গেল। এযৌ ঘাকুবের সমবাদ পাইয়। ৪০০ লোক সমভিব্যাহারে ভুাতার সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল। যাকুৰ তাহ শুনিয়া আশঙ্কায় ভাবিতে লাগিল, আমার ভূতি। এদেীও আমাকে নষ্ট করিতে আসিতেছে,তজ্জন্যে পরশ্বরের নিকটে আশ্রয় লইয়। এই প্রার্থনা করিল, হে সৰ্ব্বোপরিস্থ পরমেশ্বর আমাকে এই আগামি শঙ্কাহইতে উদ্ধার করুন। অপর ভূতার জন্যে উপটৌকন প্রস্তুত করিয়া আপন পরিবারকে অগ্নে পুেরণ করিল ! তথন যাকুব তথায় একাকী থাকিলে এক পুরুষ প্রভাত অবধি তাহার সহিত মল্লযুদ্ধ করিল ; কিন্তু তাহাকে পরাস্ত করিতে পারিল না, ইহা দেখিয় তিনি যাকুবের উরুর সন্ধিস্থানে আঘাত করিলে, তাহাতে যদুকুবের উরুর সন্ধিস্থান ভগ্ন হইল। পরে সে পুরুন্ন কহিল আমাকে ছাড় কেননা প্রভাত হইল, তখন যাকুব কহিল তুমি আমাকে আশীৰ্ব্বাদ না করিলে তোমাকে ছাড়িব না, পুনশ্চ