পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ রুৰেণ শিমিয়োন .ও লেবী ও যিহুদী ও ইষাথর ও মিবুলুনঃ রাহেলের গন্তর্জাত যুষফ ও বিনয়ামৗনঃ বিলহার গন্তজাত দান ও নস্তালীঃ এব" সিলফার গন্তজাত গাদ ও আশের, সুষফ যাকুবের বৃদ্ধাবস্থার সন্তান হওন প্রযুক্ত যাকুৰ সকল পুত্রাপেক্ষ তাহাকে ভাল বাসিত, এব০ তাহাকে' নান, বর্ণের উত্তরীয় বস্ত্র প্রস্তুত করিয়া দিয়াছিল, কিন্তু পিতা সকল পুত্র অপেক্ষ যুমফকে অধিক ভাল বাসে, ইহা দেখিয় তাহার ড্রাতৃগণ তদবধি তাহাকে ঘৃণা করাতে তাহার প্রতি প্রেমের কথা কহিতে পারিল না। অপর যুষফ স্বপ্ন দেখিয় আপন ভুাতাদিগকে কহিল দেখ, আমরা ক্ষেত্রেতে আটি বান্ধিতে ছিলাম, তাহাতে আমার আটি উঠিয় দাড়াইল, কিন্তু তোমাদের আটি চতুদিগে দাড়াইয়। আমার আটকে প্রণাম করিল। ইহাতে তাহার ড্রাতৃগণ তাহাকে কহিল তুমি কি আমাদের উপরে নিতান্ত রাজত্ব করিব, আমাদের উপরে কি প্রভুত্ব করিব ? তাহাতে তাহার। ঐ স্বপ্ন ও কথা প্রযুক্ত তাহাকে আরো ঘৃণা করিল। পরে যুষফ আর এক স্বপ্ন দেথিয় ভুাতৃগণের সাক্ষাতে কহিল দেখ আমি আরো এক স্বপ্ন দেখিলাম, সূৰ্য্য ও চন্দ্র ও একাদশ নক্ষত্র আমাকে প্রণাম করিল। কিন্তু ফুফ আপন পিতা ও ড্রাতৃগণের সাক্ষাতে তাহ কহিল্লুে, তাহার পিতা তাহাকে ধমকাইয়া কহিল, তুমি এ কেমন স্বপ্ন দেখিলা, আমি ও তোমার মাতা ও ভুাতৃগণ আমরা ভূমিষ্ঠ হইয়ু কি তোমাকে প্রণাম করিব? তাহাতে তাহার 'ভুাতৃগণ তাহার প্রতি আরো ঈর্ষা করিল, কিন্তু তাহার