পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

زمہ সে পুরুষ কহিল তুমি যাকুৰ নামে আর বিখ্যাত হইব। ন, কিন্তু যিশরায়েল অর্থাৎ ঈশ্বরজয়ী নামে বিখ্যাত হইব কেননা তুমি রাজার ন্যায় ঈশ্বরের ও মানুষের সহিত যুদ্ধ করিয়া জয় করিল। প্রভাত হইলে যাকুৰ চক্ষু তুলিয়। চাহিয়া ৪০০ লোকের সহিত এষৌকে আসিতে দেখিল, তদনন্তর কি ঘটনা উপস্থিত হইবেক তাহ ন৷ জানিয় তাহার স্ত্রী পুত্ৰাদিগকে শ্রেণী বদ্ধ করণ পূৰ্ব্বক ভুাতার নিকটে গিয়া তাহাকে সাত বার ভূমিষ্ঠ হইয়া প্ৰণাম করিল। পরমেশ্বরের কৃপায় এসে তাহার সহিত সাক্ষাৎ করিয়া ও তাহার গলা ধরিয়া আলিঙ্গন পূৰ্ব্বক চুম্বন করিল, তাহাতে তাহারা উভয়ে রোদন করিতে লাগিল। পরে এসে যাকুরকে রক্ষা করণার্থে তাহার সঙ্গে ২ যাইতে ইচ্ছা করিল। কিন্তু পরমেশ্বর যাকুবের সহায় হইলে সে তাহার ভুতার সাহায্য গ্রহণ করিতে আকাড়ী হইল না। পরে সে দুইজন ড্রাত কুশলে পৃথক হইলে এষে ফিরিয়া গেল, এবং যাকুব সিকিম দেশস্থ শালেম নগরে যাত্রা করিল ; কিন্তু অল্প দিন পরে ইসহাকের বৃদ্ধ বয়েসে মৃত্যু হওয়াতে তাহার দুই পুত্ৰ এষৌ ও যাকুৰ তাহাকে কবর দিল। حساسه وهجومه سمسم. নবম। যুষফের বৃত্তান্ত । যীশু খ্রষ্টের জন্মের পূৰ্ব্বে ১৭১৬ বৎসুর। যাকুবের দ্বাদশ জন পুত্র ছিল, অর্থাৎ লেয়ার গন্তে